Advertisment

West Bengal News Highlights: গোয়ালপোখরের ছায়া ডোমকলে, পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে চোরকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

West Bengal News Highlights Today 16 Jan, 2025 - পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
West Bengal Police

News in West Bengal Live: ডোমকলে পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে চোরকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Latest West Bengal News Highlights: গোষ্ঠীকোন্দল দারুণভাবে মাথাচাড়া দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলে। কোনও কোনও জায়গায় পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে দেখে এবার সরাসরি বিষয়টিতে হস্তক্ষেপ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সম্প্রতি কাঁথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তৃণমূলের দুই বিধায়কের দ্বন্দ্ব প্রকাশ্যে এসে পড়েছিল। সেই রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এবং পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে এবার ফোনে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একসঙ্গে মিলেমিশে কাজ না করতে পারলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেত্রী, এমনই খবর সূত্রের।

Advertisment

এদিকে, রেশন দুর্নীতি মামলায় গতকালই আদালতের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। গ্রেপ্তারির প্রায় ১৫ মাস পর গতকালই বাড়িতে ফিরেছেন বালু। শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে। আদালতের নির্দেশ রয়েছে যে রেশন দুর্নীতি (Ration Scam) মামলা সংক্রান্ত কোনও বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারবেন না জ্যোতিপ্রিয় মল্লিক।

অন্যদিকে বাংলাদেশ (Bangladesh) রয়েছে বাংলাদেশেই। বাংলাদেশের প্রচলিত সংবিধানের চারটি মূলনীতির তিনটিই বাতিল করে দেওয়ার সুপারিশ করল মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার। সরকারের সংবিধান সংশোধন কমিটি প্রচলিত সংবিধান থেকে 'ধর্মনিরপেক্ষতা', 'সমাজতন্ত্র' এবং 'বাঙালি জাতীয়তাবাদ' নীতিগুলি বাতিলের সুপারিশ করেছে। সেই সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের নামটিও বদলের সুপারিশ করেছে ওই কমিটি।

  • Jan 16, 2025 18:27 IST

    West Bengal News Live: ফের মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি

    ফের মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে চলল গুলি। উদ্ধার হয়েছে পাঁচটি গবাদি পশু। বুধবার মধ্যরাতে বাংলাদেশি দুষ্কৃতীদের সীমান্তে গরুপাচার ঠেকাতেই বিএসএফের মহিলা জওয়ানদের গুলি ছুঁড়তে হয়। যদিও পাল্টা দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে ইঁট, পাথর, অস্ত্র ছোঁড়ে। কিন্তু বিএসএফের প্রতিরোধে চোরাকারবারীর দল সীমান্তের ওপারে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় বিএসএফ পাঁচটি মোষ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ধুমপুর গ্রাম পঞ্চায়েতের নাঙ্গোলবান্দা সীমান্ত এলাকায়।



  • Jan 16, 2025 17:08 IST

    West Bengal News Live: পুলিশকে হাঁসুয়ার কোপ মেরে চোরকে নিয়ে চম্পট, গ্রেফতার তৃণমূল নেতা-সহ ৪

    উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পর মুর্শিদাবাদের ডোমকল। ফের পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামিকে নিয়ে পালাল দুষ্কৃতীরা। বাধা দিলে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপানোও হয়েছে এক পুলিশ অফিসারকে। বুধবার রাতের ওই ঘটনার পর ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান।



  • Advertisment
  • Jan 16, 2025 16:16 IST

    West Bengal News Live: বাঘাযতীন-কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত প্রোমোটার

    বাঘাযতীন-কাণ্ডে গ্রেফতার করা হল অভিযুক্ত প্রোমোটারকে। দক্ষিণ ২৪ পরগনার বকখালির রিসর্ট থেকে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।



  • Jan 16, 2025 15:51 IST

    West Bengal News Live: পাশে থাকার আশ্বাস শুভেন্দুর

    মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্যালাইন-কাণ্ডে প্রয়াত প্রসূতির পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন তিনি। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সর্বোতভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।



  • Jan 16, 2025 15:23 IST

    West Bengal News Live: দিঘায় জমজমাট ‘সি ফুড ফেস্টিভ্যাল’

    দিঘায় জমজমাট  ‘সি ফুড ফেস্টিভ্যাল’। কয়েকশো সামুদ্রিক মাছের সমাহারে সেজে উঠেছে উৎসব প্রাঙ্গণ। 
    ভেটকি, চিংড়ি,পমফ্রেট,পাবদার পাশাপাশি নাম না জানা বহু সামুদ্রিক মাছের পদও মিলছে এই সি ফুড ফেস্টিভ্যালে। গঙ্গোৎসব উপলক্ষে এই সি ফুড ফেস্টিভ্যালের আয়োজন দিঘায়। বুধবার থেকে দিঘা মোহনায় শুরু হয়েছে এই উৎসব। চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত। 



  • Jan 16, 2025 15:20 IST

    West Bengal News Live:স্যালাইন-কাণ্ডে ১২ চিকিৎসক সাসপেন্ড

    স্যালাইন-কাণ্ডে (Saline Controversy) এবার চিকিৎসকদেরকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। "তাঁরা দায়িত্ব সঠিকভাবে পালন করলে মাকে এবং সন্তানকে বাঁচানো যেত।" চিকিৎসকদের একাংশকে তুলোধোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বিস্তারিত পড়ুন- Saline Controversy: 'ওঁরা দায়িত্ব পালন করলে মা-সন্তানকে বাঁচানো যেত', স্যালাইন-কাণ্ডে চিকিৎসকদের তুলোধনা মমতার



  • Jan 16, 2025 14:09 IST

    West Bengal News Live:রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের!

    স্যালাইন নিয়ে বিতর্ককে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির চরম ভর্ৎসনার মুখে রাজ্য সরকার। "এখনই সমস্ত হাসপাতালে রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন দেওয়া বন্ধ করতে হবে।" বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ। সেই সঙ্গে যাঁরা ইতিমধ্যেই এই সমস্ত ওষুধ ব্যবহারের পর অসুস্থ হয়ে পড়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

    বিস্তারিত পড়ুন- Saline Controversy: 'গিনিপিগের মতো মানুষের শরীরে পরীক্ষার জন্যই স্যালাইন?', প্রশ্ন আইনজীবীর, রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের!



  • Jan 16, 2025 13:11 IST

    West Bengal News Live:চিড়িয়াখানায় হিটার

    কনকনে শীত পাহাড়ে। চলতি ঠান্ডার মরশুমে বারবার তুষারপাত (Snowfall) দেখেছে রাজ্যের শৈল শহর বলে পরিচিত দার্জিলিং (Darjeeling)। এককথায় গোটা দার্জিলিং জুড়ে এখন হাড় কাঁপানো ঠান্ডা। জমাটি ঠান্ডায় দেদার মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল। দার্জিলিং চিড়িয়াখানাতেও পর্যটকদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে। এবার কাঁপানো শীতের হাত থেকে পশু-পাখিদের রক্ষা করতে দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দুরন্ত ব্যবস্থা নিয়েছে। পশু-পাখিদের খাঁচায় বসানো হয়েছে বৈদ্যুতিক হিটার।

    বিস্তারিত পড়ুন- Darjeeling: কনকনে শীতে কাঁপছে পাহাড়! পশু-পাখিদের 'ফিট' রাখতে দার্জিলিঙের চিড়িয়াখানায় দুরন্ত বন্দোবস্ত



  • Jan 16, 2025 12:17 IST

    West Bengal News Live:সরানো হল স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকে

    এবার স্বাস্থ্য দপ্তরের বিশেষ সিনিয়র সচিব চৈতালী চক্রবর্তীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্যালাইন কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বুধবার স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন। এরপর সেই রাতেই সরিয়ে দেওয়া হয়েছে চৈতালি চক্রবর্তী থেকে। সেটির খবর নবান্ন থেকে নির্দেশ দেওয়ার পরপরই দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয় স্বাস্থ্য দপ্তরের বিশেষ সিনিয়র সচিব চৈতালি চক্রবর্তীকে।



  • Jan 16, 2025 11:13 IST

    West Bengal News Live:সদ্যোজাতের মৃত্যু

    এবার মেদিনীপুর মেডিকেল কলেজে 'বিষাক্ত স্যালাইন' কাণ্ডে নতুন করে তোলপাড়। ওই স্যালাইন নেওয়ার পর এক প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ হওয়ার পথে। তবে তাঁর সদ্যোজাত সন্তান ভর্তি ছিল ভেন্টিলেশনে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে বৃহস্পতিবার মৃত্যু হল ওই সদ্যোজাত শিশুর।



  • Jan 16, 2025 10:19 IST

    West Bengal News Live:অধরা বাঘ

    এখনও হদিশ নেই বাঘের। পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। কিন্তু বাঘটির গতিবিধি সম্পর্কে এখনও অন্ধকারে বনদপ্তর। বাঘটির গলায় রেডিও কলার না থাকায় সমস্যা বেড়েছে। বাঘের গতিবিধি জানতে জঙ্গলে নাইট ভিশন ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে।



  • Jan 16, 2025 10:19 IST

    West Bengal News Live: গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা

    কলকাতার গলফ গ্রিনে মহিলা খুনের কিনারা করে ফেলল পুলিশ। ঘটনার তদন্তে নেমে এবার নিহতের ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা ধার না দেওয়ায় ভাইপোর রোষের বলি ওই মহিলা, এমনই দাবি পুলিশ সূত্রের। পুলিশের দফায় দফায় খুনের কথা স্বীকার অভিযুক্তের।



  • Jan 16, 2025 10:13 IST

    West Bengal News Live:অধরা বাঘ

    এখনও হদিশ নেই বাঘের। পুরুলিয়া রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে। কিন্তু বাঘটির গতিবিধি সম্পর্কে এখনও অন্ধকারে বনদপ্তর। বাঘটির গলায় রেডিও কলার না থাকায় সমস্যা বেড়েছে। বাঘের গতিবিধি জানতে জঙ্গলে নাইট ভিশন ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে।



  • Jan 16, 2025 10:13 IST

    West Bengal News Live:অবৈধ কয়লা আটক

    ফের অবৈধ কয়লা আটক করল পুলিশ। পাচারের আগেই এবার অবৈধ কয়লা আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিশ। জানা গিয়েছে, ১০ কুইন্টাল অবৈধ কয়লা আটক করেছে দুবরাজপুর থানার পুলিশ। সেই সঙ্গে কয়লা পাচারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। 



  • Jan 16, 2025 10:06 IST

    West Bengal News Live: হেলে পড়া ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ চলছে

    আবারও বৃহস্পতিবার সকাল থেকে বাঘাযতীনের হেলে পড়া সেই ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ শুরু হল। বৃহস্পতিবার সকাল থেকে বুলডোজার নিয়ে গিয়ে ফ্ল্যাটবাড়ি ভাঙার কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। মঙ্গলবার দুপুরে আচমকা বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির এই ফ্ল্যাটবাড়িটি একদিকে হেলে পড়ে। তারপরেই সেটি পুরোপুরি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। 



  • Jan 16, 2025 09:55 IST

    West Bengal News Live: মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটকের

    উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে গিয়ে ফের বিরাট অঘটন! এবার কাঞ্চনজঙ্ঘা (Kangchenjunga) দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটকের (Tourist)। মৃত ওই পর্যটক পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে বেড়াতে গিয়ে পরপর পর্যটকদের মৃত্যুর ঘটনা দারুণ উদ্বেগ তৈরি করেছে। এই নিয়ে গত তিন মাসে পাহাড়ে বেড়াতে গিয়ে ৬ পর্যটকের মৃত্যু হল।

    বিস্তারিত পড়ুন- Tourist Death: ফের পাহাড়ে বিরাট অঘটন! কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাঙালি পর্যটকের



  • Jan 16, 2025 08:43 IST

    West Bengal News Live: বাড়িতেই আক্রান্ত সইফ আলি খান

    বলিউড অভিনেতা সাইফ আলি খানের উপরে দুষ্কৃতী হামলা। নিজের বাড়িতেই ছুরি দিয়ে হামলা হয় তাঁর ওপর। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, বুধবার রাতে তাঁর বাড়িতে একটি চোর ঢোকে। চুরির সময় জেগে যান অভিনেতার বাড়ির পরিচারকেরা। পালানোর সময় সাইফ আলি খানের মুখোমুখি হয় সেই চোর। তখনই অভিনেতার উপর সে ছুরি দিয়ে হামলা চালায় বলে জানা গিয়েছে। বর্তমানে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সাইফ আলি খান।



  • Jan 16, 2025 08:38 IST

    West Bengal News Live: শীতের মারকাটারি ইনিংস কবে থেকে?

    কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে! এবার শীতের তেমনই জোরালো দাপট দেখতে চলেছে বাংলা। সপ্তাহান্তেই জমাটি শীত পড়তে চলেছে জেলায়-জেলায়। আর দিন কয়েকেই হাড়কাঁপানো ঠান্ডার পরশ মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় এক ধাক্কায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে তাপমাত্রা। 

    বিস্তারিত পড়ুন- Bengal Weather Update: মাঘের শুরুতেই ঠান্ডার রুদ্র মেজাজ দেখবে বাংলা! শীতের মারকাটারি ইনিংস কবে থেকে?



  • Jan 16, 2025 08:36 IST

    West Bengal News Live: শহরে ইডির অভিযান

    শীতের সাতসকালে কলকাতা এবং হাওড়ার দিকে দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুরন্ত অভিযান। হাওড়ার শিবপুরের পাশাপাশি দক্ষিণ কলকাতার বেহালাতেও অভিযান চালাচ্ছে ইডি। জানা গিয়েছে, এক সংস্থার বিরুদ্ধে ৬০০০ কোটি টাকার ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তদন্তে এই অভিযান বলে জানা গিয়েছে।



Bangla News Bengali News Today news in west bengal news of west bengal
Advertisment