/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Youth-Sick.jpg)
Digha: দিঘায় পরপর অসুস্থ যুবকরা।
Digha: দিঘায় হুলস্থূল-কাণ্ড। রাজ্যের সৈকত নগরীতে এখন পর্যটকদের (Tourists) উপচে পড়া ভিড়। হোটেলে-হোটেলে বুকিং কানায়-কানায় পূর্ণ। দাবদাহের পরিস্থিতির মধ্যেও পর্যটকদের বিপুল ভিড়ে রাজ্যের এই সমুদ্র শহর যেন গমগম করছে। এরই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিঘায় (Digha)।
ওল্ড দিঘার (Old Digha) একটি বেসরকারি হোটেলের খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন ১৪ যুবক। জানা গিয়েছে, অসুস্থ যুবকেরা একটি ওষুধ সংস্থায় চাকরি করেন। ওই সংস্থার কনফারেন্সের আয়োজন করা হয়েছিল ওল্ড দিঘার ওই হোটেলে।
আরও পড়ুন- AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!
ওই কনফারেন্সে যোগ দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার ৪৫ জন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ (Medical representative) গিয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি হয়। গত রাতেই প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দু'জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। চিকিৎসকের অনুমান, খাদ্যে বিষক্রিয়া (Food Poision) থেকে এই বিপত্তি ঘটতে পারে।