Advertisment

Digha: দিঘায় গিয়ে ডাকাবুকো-তরতাজা সব যুবকরা পরপর অসুস্থ, অবাক কাণ্ডে তোলপাড়!

Digha: দাবদাহের পরিস্থিতির মধ্যেও দিঘায় উপচে পড়া ভিড় পর্যটকদের। দিঘার হোটেলগুলিতে বুকিং কানায়-কানায় পূর্ণ। সকাল-সন্ধে ভিড়ে থিক থিক করছে দিঘার অপরূপ সমুদ্র সৈকত। এরই মধ্যে ঘটে গেল এক ভীষণ বিপত্তি। যা ঘিরে সমুদ্রনগরীতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
youths are sick after eating food in a hotel in Digha: দিঘার হোটেলে খাবার খেয়ে অসুস্থ যুবকরা

Digha: দিঘায় পরপর অসুস্থ যুবকরা।

Digha: দিঘায় হুলস্থূল-কাণ্ড। রাজ্যের সৈকত নগরীতে এখন পর্যটকদের (Tourists) উপচে পড়া ভিড়। হোটেলে-হোটেলে বুকিং কানায়-কানায় পূর্ণ। দাবদাহের পরিস্থিতির মধ্যেও পর্যটকদের বিপুল ভিড়ে রাজ্যের এই সমুদ্র শহর যেন গমগম করছে। এরই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিঘায় (Digha)।

Advertisment

ওল্ড দিঘার (Old Digha) একটি বেসরকারি হোটেলের খাবার খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন ১৪ যুবক। জানা গিয়েছে, অসুস্থ যুবকেরা একটি ওষুধ সংস্থায় চাকরি করেন। ওই সংস্থার কনফারেন্সের আয়োজন করা হয়েছিল ওল্ড দিঘার ওই হোটেলে।

আরও পড়ুন- AC-তে ১ টন, ১.৫ টন, ২ টনের ব্যাপারটা ঠিক কী? না জানলে পস্তাতে হবে!

ওই কনফারেন্সে যোগ দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার ৪৫ জন মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ (Medical representative) গিয়েছিলেন।

আরও পড়ুন- Inverter AC vs Non-Inverter AC: ইনভার্টার নাকি নন-ইনভার্টার? কোন AC টেকেও বেশি আর বিদ্যুতের খরচও বাঁচায়?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে ১৪ জন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁদের দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি হয়। গত রাতেই প্রাথমিক চিকিৎসার পর ১২ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দু'জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়। চিকিৎসকের অনুমান, খাদ্যে বিষক্রিয়া (Food Poision) থেকে এই বিপত্তি ঘটতে পারে।

Youth West Bengal Tourists in Digha Digha
Advertisment