ভয়াবহ পথ দুর্ঘটনায় কানাডায় মৃত্যু হল পাঁচ ভারতীয় পড়ুয়ার। কানাডার অন্টারিও শহরে এই মর্মান্তিক ঘটনা হয়েছে বলে কানাডার পুলিশ। কানাডার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শনিবার একটি ভ্যান এবং ট্রাক্টর ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ অন্টারিওতে হাইওয়ে ৪০১-এ পাঁচজনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, মৃতদের নাম হরপ্রীত সিং, জসপিন্দর সিং, করণপাল সিং, মোহিত চৌহান এবং পবন কুমার। প্রত্যেকের বয়স ২১ থেকে ২৪-এর মধ্যে। পুলিশ জানিয়েছে, প্রত্যেকেই গ্রেটার টরন্টো এবং মন্ট্রিল এলাকায় পড়াশোনার জন্য গিয়েছিলেন।
ভারতের হাইকমিশনার অজয় বিসারিয়া এই ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে শোকপ্রকাশ করেছেন। টুইটে লিখেছেন, "কানাডায় হৃদয়বিদারক ঘটনায় ৫ ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও দুজন হাসপাতালে ভর্তি। নিহতদের পরিবার-পরিজনকে গভীর সমবেদনা। নিহতদের আত্মীয়-স্বজনের সবরকম সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় হাইকমিশন।"
আরও পড়ুন তেলের দাম বৃদ্ধির জের, অন্তর্দেশীয় রুটে বাড়ছে বিমানভাড়া
ভারতের বিদেশমন্ত্রী ডা. এস জয়শঙ্কর সোমবার পাঁচ ভারতীয়ের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন। টুইটে লিখেছেন, "পাঁচ ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে গভীর শোকাহত। পরিজনদের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। ভারতীয় দূতাবাস সবরকম সাহায্য করবে।"