একদিকে যখন করোনাভাইরাসের হানায় বিশ্বে রীতিমতো থরহরি কম্প অবস্থা, সেই দুর্দিনে দু'দেশের সংঘর্ষ ঘিরে সরগরম আন্তর্জাতিক দুনিয়া। বিতর্কিত অঞ্চল নাগোরনো-কারাবাখ ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ওই দুই দেশ। সংঘর্ষের জেরে ঝরেছে বহু প্রাণ। সোমবার সন্ধ্য়ায় আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আজারবাইজানের বাহিনী নতুন করে আক্রমণ চালিয়েছে।
আর্মেনিয়ার প্রতিরক্ষামন্ত্রক আরও জানিয়েছে, ২০০ জন সেনা কর্মী জখম হয়েছেন। অনেকে সামান্য় জখম হয়েছেন বলেও খবর। উল্লেখ্য়, আর্মেনিয়া ও আজারবাইজানের বিবাদ দীর্ঘদিনের। আর্মেনীয় অধ্য়ুষিত এলাকা নাগোরনো-কারাবাখ অঞ্চল ঘিরে আগেও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হযেছিল। ২০১৬ সালের সংঘর্ষে ওই এলাকায় বেশ কয়েকজনের মৃত্য়ু হয়েছিল।
আরও পড়ুন: রাষ্ট্রসংঘের বৈঠকে ভারতের কোভিড ভ্যাকসিন লড়াইয়ের প্রশংসায় পঞ্চমুখ ব্রিটিশ প্রধানমন্ত্রী
বিচ্ছিন্নতাবাদীদের হাতে থাকা নাগোরনো-কারাবাখ অঞ্চলের আধিকারিকরা জানিয়েছেন, সোমবার সন্ধ্য়ায় ২৬ জনেরও বেশি সেনাকর্মী নিহত হয়েছেন। সবমিলিয়ে সংঘর্ষে মৃত বেড়ে হয়েছে ৯৫। যাঁদের মধ্য়ে ১১ জন সাধারণ নাগরিক। এঁদের মধ্য়ে ৯ জন আজারবাইজানের ও ২ জন আর্মেনিয়ার।
আর্মেনিয়া-আজারবাইজানের সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তেনিও গুতারেস। সংবাদসংস্থা এএফপি সূত্রে খবর, সংঘাত পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে পারে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। ফ্রান্স ও জার্মানির অনুরোধে রুদ্ধদ্বার বৈঠক হবে বলে খবর। সংঘর্ষ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সোমবারই রাষ্ট্রসংঘের মহাসচিব দু'দেশের নেতদের আলোচনায় বসার বার্তা দিয়েছিলেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন