রবিবার ভয়াবহ দুর্ঘটনা রাশিয়ায়। তাতারস্তান অঞ্চলে শহরের মধ্যে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। দুর্ঘটনায় ১৬ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ জন। রাশিয়ার অভ্য়ন্তরীণ নিউজ এজেন্সি এই খবরটি নিশ্চিত করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
আপৎকালীন মন্ত্রক জানিয়েছে, বিমানটিতে সওয়ার ছিলেন প্যারাশুট জাম্পারদের একটি গ্রুপ। এমনটাই জানা গেছে তাস নিউজ এজেন্সি সূত্রে। বিমানটি ভেঙে পড়ার পর ধ্বংসস্তূপ থেকে সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁদের।
এই বিমানটি ছোট লেট এল-৪১০ টার্বোলেট শ্রেণির বিমান। এটি দুই ইঞ্জিনবিশিষ্ট স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য ব্যবহৃত হয়।
রাশিয়ার বিমান সুরক্ষা নিধি অনুযায়ী, গত কয়েক বছরে যাত্রী সুরক্ষা অনেকটাই উন্নতি করেছে কিন্তু দুর্ঘটনা বিশেষ করে পুরনো বিমানগুলি জনমানবহীন এলাকায় ভেঙে পড়ার উদাহরণ রয়েছে।
আরও পড়ুন বিস্ফোরণে রক্তাক্ত আফগানিস্তান, নিহত অন্তত ১০০, জখম বহু
প্রসঙ্গত, গত জুলাই মাসে রাশিয়ারই কামচাটকা অঞ্চলে একটি অন্তোনভ এএন-২৬ দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান ভেঙে পড়ে। তাতে ২৮ জন যাত্রীর মৃত্যু হয়। কয়েক মাসের ব্যবধানে ফের একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ল লোকালয়ে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন