scorecardresearch

‘ট্রাম্প আমাদের রক্ষা করতে পারবেন না’, ভোটের মুখে আক্রমণ ওবামার

‘‘আমরা আরও ৪ বছরের ঝুঁকি নিতে পারব না…ডোনাল্ড ট্রাম্প আমাদের রক্ষা করতে ব্য়র্থ। উনি নিজেকে রক্ষা করার জন্য় প্রাথমিক পদক্ষেপগুলিই মানেননি’’।

Barack Obama, বারাক ওবামা, ট্রাম্প
বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প।

একেবারে দোরগোড়ায় নির্বাচন। ভোটের একেবারে শেষলগ্নে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। করোনা অতিমারী পরিস্থিতি পরিচালনায় ট্রাম্পের ব্য়র্থতার ছবি সামনে এনে যেমন সোচ্চার হলেন ওবামা, তেমনই ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেনকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানালেন।

ট্রাম্পকে নিশানা করে ওবামা বলেছেন, ‘‘আমরা আরও ৪ বছরের ঝুঁকি নিতে পারব না…ডোনাল্ড ট্রাম্প আমাদের রক্ষা করতে ব্য়র্থ। উনি নিজেকে রক্ষা করার জন্য় প্রাথমিক পদক্ষেপগুলিই মানেননি। উনি আসলে যদি পুরো সময় দিয়ে কাজ করতেন, তাহলে এতটা খারাপ হত না…এখানে গণতন্ত্র কাজ করছে না’’।

আরও পড়ুন: দুর্গারূপে কমলা হ্য়ারিস-অসুর ট্রাম্প-সিংহ বিডেন, ভোটের মুখে তুমুল বিতর্ক মার্কিন মুলুকে

ট্রাম্পের চিনা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট প্রসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘‘ওঁর গোপন চিনা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। কীভাবে সম্ভব এটা? যখন আমি ভোটে লড়ছি, তখন আমার গোপন চিনা ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে! এটা ভাবতে পারেন আপানারা…’’।

তাঁর জীবনে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সবথেকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য় করেছেন ওবামা। আমেরিকাবাসীর কাছে তাঁর আর্জি, সকলে ভোট দিন। জো বিডেন ও তাঁর রানিং মেট কমলা হ্য়ারিসকে নির্বাচিত করার জন্য় দেশবাসীর কাছে আর্জি রাখেন ওবামা।

এবারের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে বিডেনই জিতবেন বলে আশাবাদী ওবামা। তাঁর কথায়, ‘‘আমরা আশা ও পরিবর্তনের সম্ভাবনা, যা আমরা বিশ্বাস করি, তা পুনরুদ্ধার করতে সক্ষম হব’’।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest World news download Indian Express Bengali App.

Web Title: Barack obama launches searing attack on trump appeals voters to elect biden