Advertisment

কোভিড ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ, টিকা নিতে অনিচ্ছুক ব্রাজিলের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার সন্ধ্যেয় তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রেসিডেন্ট বলসোনারো। ফাইল চিত্র

নভেল করোনাভাইরাসের দাপটে ব্রাজিল ক্ষতবিক্ষত। সে দেশে ইতিমধ্যেই বহু ওষুধ প্রস্তুতকারক সংস্থা ভ্যাকসিনের ট্রায়াল করছে। কিন্তু প্রেসিডেন্ট জইর বলসোনারোর গলায় অন্য সুর। বৃহস্পতিবার সন্ধ্যেয় তিনি যে বিবৃতি দিয়েছেন সেখানে করোনা ভ্যাকসিন নিয়ে সংশয় প্রকাশ করতে শোনা গিয়েছে।

Advertisment

একাধিক সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত লাইভ সম্প্রচারে প্রেসিডেন্টের বক্তব্য ব্রাজিলিয়ানদের ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সে দেশের কংগ্রেসের অনীহা রয়েছে। প্রসঙ্গত, বিশ্বের মধ্যে ব্রাজিল সেই দেশ যারা করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। জুলাই থেকে সে দেশে বৃদ্ধি পেয়েছে ভাইরাসের প্রকোপ। কিন্তু প্রেসিডেন্ট বলসোনারোর এই অতিমারীকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখতে নারাজ।

আরও পড়ুন, কোভিড আক্রান্ত রোগীদের চিন্তায় রাখছে পালমোনারি ফাইব্রোসিস

এমনকী তিনি একথা সাফ বলেন, "আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আমি এই ভ্যাকসিন নিচ্ছি না। এটা বলার অধিকার আমার রয়েছে।"

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক পরার যে নিয়ম রয়েছে সেই মাস্কের কার্যকারীতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। প্রেসিডেন্টের মত মাস্ক পরে যে করোনা সংক্রমণ রোখা যায় এর কোন ও যথার্থ প্রমাণ নেই। প্রেসিডেন্ট বলসোনারো খুব জোর দিয়ে এবং স্পষ্টভাবে জানিয়ে দেন ব্রাজিলিয়ানদের দেহে তিনি এই আবিষ্কৃত ভ্যাকসিন প্রয়োগ করতে দেবেন না।

এমনকী অক্টোবর মাসে টুইটারে তিনি মজা করে বলেন যে ভ্যাকসিন কেবল মাত্র তাঁর পোষ্য সারমেয়র প্রয়োজন রয়েছে।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

brazil
Advertisment