Advertisment

বুর্জ খলিফায় ভেসে উঠবে গান্ধীজির ছবি, জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য়

জাতীর জনককে জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করতে এদিন রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বুর্জ খালিফায় ডিসপ্লে করা হবে গান্ধীজির ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
burj khalifa mahatma gandhi, মহাত্মা গান্ধী

ছবি: টুইটার।

গতবারের মতো এবারও মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপনে আলোকঅর্ঘ্য় নিবেদন করবে বিশ্বের উঁচু বহুতল দুবাইয়ের বুর্জ খলিফা। জাতীর জনককে জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করতে এদিন রাত ৮টা ১৫ মিনিট নাগাদ বুর্জ খালিফায় ডিসপ্লে করা হবে গান্ধীজির ছবি, দ্য় গাল্ফ নিউজ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

Advertisment

চলতি সপ্তাহের শুরুতে ভারতীয় কনস্য়ুলেটের এক আধিকারিককের উদ্ধৃত করে ওই সংবাদমাধ্য়ম জানিয়েছিল, ''বুর্জ খলিফার উপর বিশেষ গান্ধী শো কনস্য়ুলেটের সোশ্য়াল মিডিয়া পেজে লাইভ স্ট্রিম করা হবে''। উল্লেখ্য়, এদিন আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়।

আরও পড়ুন: গান্ধীজির জন্মদিনে টুইটারে ‘টপ ট্রেন্ড’ নাথুরাম গডসে!

গান্ধী জয়ন্তীতে স্বচ্ছতার অভিযান ও ১৫১টি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে বলেও খবর। এছাড়াও, এবার অনলাইনে পড়ুয়াদের বিতর্ক সভা, অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য়, এর আগে, ২০১৮ ও ২০১৯ সালেও গান্ধী জন্মজয়ন্তী উদযাপন করেছিল বুর্জ খলিফা। ২০১৮ সালে বিশেষ এলইডি শো-র আয়োজন করা হয়েছিল। এর পরের বছর ২০১৯ সালেও আলোকঅর্ঘ্য় নিবেদন করেছিল বুর্জ খলিফা।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news
Advertisment