নতুন বছরের শুরুতেই দেশের ৫ কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে চিন। চিনা নববর্ষের গোড়াতেই দেশজুড়ে শুরু হবে ভ্রমণের মরশুম। তাই সেইসময়ই দেশের প্রাধান্যমূলক গোষ্ঠীকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করবে চিন প্রশাসন, এমনটাই সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত।
চিনা সংস্থা সিনোফার্ম এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের তৈরি করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ গণ টিকাকরণের কথা ভাবছে বেজিং। দুই সংস্থারই তৈরি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে জিনপিং সরকার। সিনোফার্মের দুটি এবং সিনোভ্যাক বায়োটেকের একটি ভ্যাকসিন এবং চতুর্থ ক্যানসিনো বায়োলজিক্সের ভ্যাকসিন সেনার উপর প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন আগামী সপ্তাহেই ভ্য়াকসিন নিচ্ছেন বাইডেন
জানা গিয়েছে, প্রথম ৫ কোটি ডোজ আগামী ১৫ জানুয়ারির মধ্যে এবং বাকি ৫ কোটি ডোজ ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্যে দেওয়া হবে। ফ্রন্টলাইনার যেমন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশকর্মী, দমকল কর্মী, কাস্টমস অফিসার, কার্গো কর্মী, পরিবহণ কর্মীদের আগে ভ্যাকসিনের ডোজ দেওয়া হবে। চিনের সিচুয়ান প্রদেশে প্রবীণ ও কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের উপর গণ টিকাকরণ করা হবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন