ভয়াবহ বন্যায় ডুবল পশ্চিম ইউরোপ, মৃতের সংখ্যা ১৫০ ছাড়াল

Europe Floods: জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস ব্যাপক ক্ষতিগ্রস্ত।

Europe Floods: জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস ব্যাপক ক্ষতিগ্রস্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শনিবার জলস্তর আরও বেড়ে যাওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা।

পশ্চিম ইউরোপে ভয়াবহ বন্যা পরিস্থিতি। শনিবার জলস্তর আরও বেড়ে যাওয়ায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। ১৫০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। পশ্চিম জার্মানির আরউইলার কাউন্টিতে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে বন্যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই এলাকা। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা।

Advertisment

শুক্রবার জার্মান আধিকারিকরা জানান, রাইনল্যান্ড-পালাটিনেত রাজ্যে অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার তা আরও বেড়েছে। আরও ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে প্রতিবেশী উত্তর রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যে। জার্মানির সবচেয়ে জনবহুল এই রাজ্য। বেলজিয়ান ব্রডকাস্টার আরটিবিএফ জানিয়েছে, বেলজিয়ামে ২৭ জনের মৃত্যু হয়েছে বন্যায়।

শনিবার জলস্তর আরও বেড়েছে বন্যা কবলিত এলাকাগুলিতে। তবে আধিকারিদের আশঙ্কা, আরও দেহ ভেসে উঠবে কারণ প্লাবনে প্রচুর বাড়ি-গাড়ি-ট্রাক ভেসে যাচ্ছে। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার শনিবার কোলনের দক্ষিণ-পশ্চিমে সফরে যাবেন পরিস্থিতি খতিয়ে দেখতে। এই এলাকায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। অনেকে বাড়ি ছেড়ে পালাতে ব্যর্থ হওয়াতে মারা গিয়েছেন।

Advertisment

আরও পড়ুন কান্দাহারে আফগান সেনা-তালিবান সংঘর্ষে নিহত ভারতীয় চিত্র সাংবাদিক

বহু এলাকা এখনও জলমগ্ন, বিদ্যুহীন। টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। বুধবার ও বৃহস্পতিবার বন্যা শুরু হওয়ার পর থেকে বহু মানুষ ঘরছাড়া। হল্যান্ডের সীমান্তে জার্মানির ওয়াসেনবার্গ শহরে ৭০০ বাসিন্দাকে উদ্ধার করা হয়। রূঢ় নদীর প্লাবনে তাঁদের সব হারিয়েছে। বেলজিয়াম, নেদারল্যান্ডসের দক্ষিণ ভাগেও ব্যাপক বন্যা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Germany belgium Europe Floods Netherlands