Advertisment

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে প্রাণ হারালেন আরও এক সাংবাদিক

রুশ হানায় হারালেন ফক্স নিউজের চিত্র সাংবাদিক।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মঙ্গলবার প্রাণ হারালেন ফক্স নিউজের চিত্র সাংবাদিক

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরও এক সাংবাদিকের মৃত্যু। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের প্রতি মুহূর্তের আপডেট বিশ্বের কাছে পৌঁছে দিতে গিয়ে মঙ্গলবার প্রাণ হারালেন ফক্স নিউজের চিত্র সাংবাদিক। ইতিপূর্বে নিউইয়র্ক টাইমসের এক সাংবাদিকের মৃত্যু হয়েছিল ইউক্রেনে। এদিকে ইউক্রেনের ওপর হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া।

Advertisment

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, এদিন কিয়েভের বাইরে কর্মরত ছিলেন ওই চিত্র সাংবাদিক পিয়েরে জাকার জেনওয়াস্কি। সঙ্গী ছিলেন সাংবাদিক বেঞ্জামিন হল। সূত্রের খবর, এদিন সকাল থেকেই কিয়েভে রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল। সেই সময় গোলা আছড়ে পড়ে তাঁদের গাড়িতে। সেখানেই প্রাণ যায় ওই সাংবাদিকের। হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হল। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন ফক্স নিউজ মিডিয়ার সিইও সুজানে স্কট। এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, 'সোমবার যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে রুশ হামলায় গাড়িতে আগুন লেগে মৃত্যু হয়েছে ওই চিত্র সাংবাদিকের সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী সাংবাদিক বেঞ্জামিন হল'।

প্রসঙ্গত, গত ১৩ তারিখ ইউক্রেনে নিহত হন ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এর সাংবাদিক। ইউক্রেনের সংবাদ সংস্থা ‘Interfax-Ukraine’-এ প্রকাশিত হওয়া এক প্রতিবেদনে মার্কিন সাংবাদিকের মৃত্যুর খবর প্রকাশিত হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কিয়েভের ইরপিনে রুশ ফৌজের হামলায় মৃত্যু হয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ কর্মরত মার্কিন সাংবাদিক ব্রেন্ট রেনডের।

গত ২০ দিন ধরে ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। প্রাণ গিয়েছে বহু নিরীহ নাগরিকের। এর মধ্যে ৯৭ জন শিশুও রয়েছে বলে কানাডার সংসদে জানিয়েছে ইউক্রেনেক প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টানা ২০ দিন যুদ্ধ চালিয়েও ইউক্রেন (Ukraine) দখল করতে পারেনি রাশিয়া। কিয়েভ-সহ একাধিক শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে রুশ বাহিনী। সেই খতিয়ান তুলে ধরেছে ইউক্রেন-ই। আবার তাদের প্রত্যাঘাতে ধরাশায়ী হয়েছে রুশ সেনাও। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে দেশ ছেড়েছেন ৩০ লক্ষ ইউক্রেনীয়

আরো পড়ুন: নয়াদিল্লির কূটনৈতিক জয়, পাকভূমে ক্ষেপণাস্ত্র ইস্যুতে ভারতের সুরই আমেরিকার গলায়

মঙ্গলবার যুদ্ধের ২০তম দিনে আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন’ জানিয়েছে, এখনও পর্যন্ত ৩০ লক্ষ ইউক্রেনীয় নাগরিক রুশ হামলা থেকে প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন। এর আগে সোমবার রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক দফতর (ইউএনএইচসিআর) জানিয়েছিল, তখনও পর্যন্ত ২৭ লক্ষ ইউক্রেনীয় নাগরিক যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আশ্রয় নিয়েছেন। তাঁদের মধ্যে ১৭ লক্ষই গিয়েছেন পশ্চিমের প্রতিবেশী দেশ পোল্যান্ডে।

Russsia Ukraine war Fox News Cameraman Killed
Advertisment