করোনা আক্রান্ত হলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভবন এলিসে প্যালেস থেকে এই কথা জানানো হয়। ম্যাক্রোঁর অফিস থেকে জানানো হয়, ফরাসি রাষ্ট্রপতি কোভিড পজিটিভ হয়েছেনয পিসিআৎ টেস্টের পর ফলাফল আসে। প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ার পরই কোভিড টেস্ট করা হয়।
জানা গিয়েছে, আগামী সাতদিন আইসোলেশনে থাকবেন ফরাসি প্রেসিডেন্ট। তবে আইসোলেশনে থেকেই সরকারি কাজকর্ম তদারকি করবেন তিনি। ম্যাক্রোঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সুস্থতা কামনা করেন মোদী।
আরও পড়ুন আগামী সপ্তাহেই ভ্য়াকসিন নিচ্ছেন বাইডেন
প্রসঙ্গত, বুধবারই মন্ত্রিসভার সাপ্তাহিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ম্যাক্রোঁ। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী জঁ ক্যাস্টেক্স এবং অন্যান্য মন্ত্রীরা। গত সপ্তাহে ইউরোপিয়ান সম্মেলনেও অংশ নেন ম্যাক্রোঁ। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। একাধিক কর্মসূচি ছিল গোটা সপ্তাহে তাঁর। তবে আপাতত আইসোলেশনে থাকবেন তিনি।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন