Advertisment

ডেল্টা প্রজাতির চোখরাঙানির মধ্যেই বড় সিদ্ধান্ত নিল জার্মানি, ছাড় ভারত-সহ ৫ দেশকে

Germany covid-19 travel ban: জার্মানিতে ডেল্টা প্রজাতির প্রাদুর্ভাব হতেই সাবধানতা অবলম্বন করেছে ওই দেশের প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
Canada, Air Travel, India Flight

তৃতীয় কোনও শহর ঘুরে কানাডা প্রবেশে নেই বাধা।

করোনার ডেল্টা প্রজাতির আতঙ্কের মধ্যেই ভারত, ব্রিটেন-সহ পাঁচ দেশের যাত্রীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জার্মানি। ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্তের জেরে প্রথমে এই পাঁচ দেশের নাগরিকের দেশে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল জার্মানি।

Advertisment

সোমবার রাতের দিকে জার্মানির জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, দ্য রবার্ট কোচ ইনস্টিটিউট জানিয়েছে, ব্রিটেন, পর্তুগাল, রাশিয়া, ভারত ও নেপালের নাগরিকদের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দিয়েছে জার্মানি। বুধবার থেকে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে আর নিষেধাজ্ঞা থাকবে না তাঁদের।

গত ২৩ মে থেকে ব্রিটেনের নাগরিকরা করোনাভাইরাসের ঝুঁকি সংক্রান্ত শীর্ষ তালিকায় ছিল। গত মঙ্গলবার সেই তালিকায় সংযোজন হয় রাশিয়া ও পর্তুগাল। এই সব ভাইরাস ভ্যারিয়েন্ট এলাকায় যাওয়ার ক্ষেত্রে এবং সেখান থেকে আসা যাত্রীদের জন্য বিমান সংস্থাগুলিকে নিষেধাজ্ঞা জারি হয়।

আরও পড়ুন ফের রূপ বদল Delta প্রজাতির, এবার আরও ভয়ঙ্কর! বিপদে বিশ্ব

নয়া নিয়ম অনুযায়ী, এই দেশগুলি থেকে আসা যাত্রীদের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলেই হবে। তাহলে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। না নেওয়া থাকলে বাধ্যতমূলক ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাও কোভিড নেগেটিভ হওয়ার পাঁচদিন পর থেকে।

আরও পড়ুন সবচেয়ে সংক্রামক করোনার ডেল্টা প্রজাতি! যাঁরা টিকা নেননি তাঁদের সতর্ক করল WHO

জার্মানিতে ডেল্টা প্রজাতির প্রাদুর্ভাব হতেই সাবধানতা অবলম্বন করেছে ওই দেশের প্রশাসন। যদিও সক্রিয় কেস কম হলেও, নতুন করে সংক্রমিতদের মধ্যে অর্ধেকের শরীরে ডেল্টা প্রজাতির সংক্রমণ পাওয়া গিয়েছে। বর্তমানে বতসোয়ানা, ব্রাজিল, এশওয়াতিনি, লেসোথো, মালাউই, মোজাম্বিক, নামিবিয়া, জাম্বিয়া, জিম্বাবোয়ে, দক্ষিণ আফ্রিকা ও উরুগুয়ে- এই ১১টি দেশ ভাইরাস ভ্যারিয়েন্ট তালিকায় রয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Germany Delta Variant
Advertisment