একেই বলে রাখে হরি তো মারে কে! এজিয়ান সাগরে ভয়াবহ ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের উপকূলবর্তী শহর ইজমির। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক বাড়ি। আর সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই এক শিশুকে উদ্ধার করলেন নিরাপত্তা কর্মীরা। ভেঙে পড়া ৮ তলা বহুতলের একটি ফ্ল্যাটে ডিসওয়াশারের পাশে শিশুকে উদ্ধার করা হয়। ভূমিকম্পের চারদিন পর জীবিত এই শিশুর উদ্ধারকে ঈশ্বরের কৃপা হিসাবে দেখছেন উদ্ধারকারীরা।
উদ্ধারকারী নাসরেত আকসয় জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে ওই শিশুটি হাত নাড়ছিল। তাঁকে তুলে ধরতেই সে নিজের নাম বলে। জানায় সে ঠিক আছে, বেশি চোট লাগেনি। এরপর কম্বলে জড়িয়ে তাকে নিচে নামানোর পর বাকিরা উল্লাসে ফেটে পড়ে। "আমার গাঁয়ে তখন কাঁটা দিচ্ছিল, আমার সহকর্মীরা আমাকে দেখে কাঁদছিল", জানান নাসরেত। ইজমিরের মেয়র টুঙ্ক সোয়ের উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন, "৯১ ঘণ্টা পর চমৎকার হল! এত বেদনার পরও একটু খুশি পেলাম আমরা।"
আরও পড়ুন ইসলামের অস্তিত্ব বিপন্ন চিনে, প্রাচীন মসজিদের গম্বুজ গুঁড়িয়ে দিল জিনপিং প্রশাসন
জানা গিয়েছে, ওই শিশুর নাম আইদা গেজগিন। ৪ বছরের ওই শিশুকন্যা হল ১০৭ নম্বর জীবিত মানুষ যাকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার ভয়াবহ ঘটনার পর এখনও পর্যন্ত ১০৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। গ্রিসের সামোস দ্বিপে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৭ জন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ২০১১ সালে ভান শহরে ভয়াবহ ভূমিকম্পের পর এটাই দ্বিতীয় ভয়ঙ্কর কম্পনের ঘটনা তুরস্কে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন