Advertisment

নিউ ইয়র্কে প্রকাশ্যে শিখ ক্যাবচালককে কিল-চড়-ঘুসি, পাগড়ি খুলে দিল হামলাকারী

শিখ ব্যক্তিকে নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতীয় বংশোদ্ভূত শিখ ট্য়াক্সিচালককে মারধর করে তাঁর পাগড়ি খোলার অভিযোগ উঠেছে মার্কিন মুলুকে।

মার্কিন মুলুকে ফের আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি। এবার ভারতীয় বংশোদ্ভূত শিখ ট্য়াক্সিচালককে মারধর করে তাঁর পাগড়ি খোলার অভিযোগ উঠেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে নিগ্রহ করেছে বলে জানা গিয়েছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক এয়ারপোর্টের বাইরে নিউ ইয়র্কের রাস্তায় এই ন্যক্কারজনক ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে। হামলাকারী ট্যাক্সিচালককে আপত্তিকর মন্তব্যও করে বলে অভিযোগ।

Advertisment

শিখ ব্যক্তিকে নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। ২৬ সেকেন্ডের একটি তারিখবিহীন ভিডিও আপলোড করেছেন নভজ্যোজ পাল কৌর নামে একজন টুইটার ইউজার। গত ৪ জানুয়ারি পোস্ট হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি শিখ ট্যাক্সিচালককে নিগ্রহ করছে এয়ারপোর্টের বাইরে। কৌর লিখেছেন, ভিডিওটি একজন তুলে তাঁকে পাঠান।

ভিডিওতে শোনা যাচ্ছে, হামলাকারী শিখ ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন। তার পর একের পর এক ঘুসি-কিল মেরে শিখ যুবকের মাথার পাগড়ি খুলে দেন অভিযুক্ত। কৌর টুইটে লিখেছেন, "আমি একটা বিষয় নজরে আনতে চাই, যে দ্বেষ এমন জায়গায় পৌঁছেছে আমাদের সমাজে, দুর্ভাগ্যবশত আমি দেখেছি শিখ ক্যাবচালকরা বার বার আক্রান্ত হচ্ছেন। চালকের সম্পর্কে বিশদ তথ্য দেওয়া হয়নি ভিডিওতে।"

আরও পড়ুন ওমিক্রন সংক্রমণের আশঙ্কায় ভারত সহ ৮ দেশের ওপর বিমানে নিষেধাজ্ঞা হংকংয়ের

এই ভিডিও ভাইরাল হতেই ন্যাশনাল শিখ ক্যাম্পেন বলেছে, "নতুন বছরের কিছুদিন হয়েছে আর তার মধ্যেই শিখদের বিরুদ্ধে হিংসার ঘটনা হয়ে গেল। কে করেছে তাঁর সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু আমরা এই গল্পটা অনেক দিন ধরে জানি। শিখরা দৈনন্দিন জীবনে বার বার হামলার মুখে পড়েন। রাস্তায় মারামারি, লুঠপাট এমনকী পাগড়ি খুলে নেওয়া নতুন কিছু নয়। মার্কিন মুলুকে প্রথম কোনও শিখ ক্যাবচালক আক্রান্ত হননি।"

USA New York Indian Origin Sikh Cab Driver
Advertisment