/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/Nasa-Astronaut.jpg)
মার্কিন বায়ুসেনার কর্নেল রাজা জন ভুরপুতুর চারি
ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা। আর এই মিশন মুনের টিমে ঠাঁই পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বায়ুসেনার কর্নেল রাজা জন ভুরপুতুর চারি। চন্দ্রাভিযানের জন্য নাসার বেছে নেওয়া ১৮ জন মহাকাশচারীর দলে রয়েছেন রাজা। যদি এই অভিযান সফল হয় তাহলে রাজা হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি চাঁদের মাটিতে পা রাখবেন।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, এই দশকের মধ্যে চন্দ্রপৃষ্ঠে মানব অভিজ্ঞতার সাক্ষী থাকতে ২০২৪ সালের মধ্যে প্রথমে এক মহিলা এবং তার পরে এক পুরুষ চাঁদের মাটিতে পা রাখবেন। গত বুধবার নাসা ১৮ জন মহাকাশচারীর নাম ঘোষণা করেছে। তাঁদের প্রশিক্ষণও শুরু হয়েছে। ৪৩ বছরের রাজা মার্কিন বায়ুসেনা অ্যাকাডেমির একজন স্নাতক, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) ও মার্কিন নাভাল টেস্ট পাইলট স্কুলের স্নাতক। তিনিই একমাত্র ইন্দো-আমেরিকান যাঁকে এই মিশনের জন্য বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন বাইডেন প্রশাসনে জায়গা করে নেওয়া বিবেক মূর্তি কে?
২০১৭ সালে নাসায় নিযুক্ত হন রাজা। তার আগে তিনি প্রাথমিক মহাকাশাভিযানের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। মিশন মুনের এই টিমে বিভিন্ন বয়সের সদস্য রয়েছেন। সবচেয়ে প্রবীণ ৫৫ বছরের এবং নবীন হলেন ৩২ বছরের। গড়ে ৪০-এর মধ্যে সবার বয়স। প্রসঙ্গত, এর আগে দুই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী কল্পনা চাওলা এবং সুনীতা উইলিয়ামস নাসার তরফে মহাকাশ অভিযানে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত কল্পনা চাওলার মৃত্যু হয় সেই অভিযানে। প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা। চন্দ্রাভিযান সফল হলে রাজাই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি চাঁদের মাটিতে পা রাখবেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন