Advertisment

প্যারিসে বিস্ফোরণের ছক! বেলজিয়ামে ট্রায়ালের মুখে ইরানের কূটনীতিবিদ

জার্মানি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্যারিসে বোমা বিস্ফোরণের ছক কষার অপরাধে ইরানের কূটনীতিবিদ আসাদোল্লাহ আসাদি-সহ চারজনের বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের বেলিজিয়ামের অ্যান্টওয়ার্পে। ২০১৮ সালে ফরাসি রাজধানীতে বিস্ফোরণের ছক কষার অভিযোগ উঠেছে ইরানি কূটনীতিবিদের বিরুদ্ধে। এই প্রথম কোনও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ কোনও ইরানি কূটনীতিবিদকে সন্ত্রাসের অভিযোগে কাঠগড়ায় তুলল।

Advertisment

বেলজিয়ান প্রসিকিউটর আসাদি এবং বাকি তিনজনের বিরুদ্ধে প্যারিসে ইরানি বিরোধী একটি মিছিলে বোমা বিস্ফোরণের ছক কষার অভিযোগ তুলেছে। ভিয়েনায় ইরানের দূতাবাসের তৃতীয় কাউন্সেলর পদে ছিলেন আসাদি। ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী সেই মিছিলের যাবতীয় তথ্য প্রদান করেছে বেলজিয়াম সরকারকে।

আরও পড়ুন ট্রাম্পের আবদার! হোয়াইট হাউস ছাড়তে শর্ত চাপালেন মার্কিন প্রেসিডেন্ট

ফরাসি সরকারের দাবি, তেহরানের নির্দেশে দক্ষিণ ইউরোপে ইরানি ইন্টেলিজেন্সের গোপন দায়িত্বে ছিলেন আসাদি। তবে তেহরান সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ইরান বিরোধী কাউন্সিলের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ছাড়া কিছু না। বরং ইরান বিরোধী সংগঠনকে সন্ত্রাসবাদী গোষ্ঠী বলে আখ্যা দিয়েছে তেহরান। অভিযোগ নিয়ে আসাদি কোনও মন্তব্য করেননি। ট্রায়ালের সময় যাবতীয় উত্তর দেওয়ার কথা বলেছেন তাঁর আইনজীবী।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Paris Iran
Advertisment