বাগদাদে জোড়া আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার ইসলামিক স্টেটের

আইএসের দাবি, শিয়াদের হত্যার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়।

আইএসের দাবি, শিয়াদের হত্যার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাগদাদে জোড়া আত্মঘাতী বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২। আহত অন্তত ১০০ মানুষ। বিস্ফোরণের একদিন পর হামলার দায় স্বীকার করল ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী। আইএসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, দুই ফিদায়েঁ জঙ্গি হল আবু ইউসুফ আল-আনসারি এবং মহম্মদ আরিফ আল-মুহাজির। আইএসের দাবি, শিয়াদের হত্যার জন্যই এই বিস্ফোরণ ঘটানো হয়।

Advertisment

আধিকারিকরা জানিয়েছেন, প্রথম সুইসাইড বম্বার ভিড়ের মধ্যে অসুস্থ হওয়ার অভিনয় করে। তাতে লোকজন তাকে গিরে ধরার সময় ওই আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক ডিটোনেট করে দেয়। তার কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, এবছর বাগদাদে বাণিজ্যিক কেন্দ্রগুলিতে জঙ্গিদের নজর রয়েছে। আগামী অক্টোবরেই ইরাকে নির্বাচন রয়েছে। তার আগে রাজধানীতে বিস্ফোরণ, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে।

আরও পড়ুন সুপ্রিম কোর্টের ২ মহিলা বিচারককে প্রকাশ্যে গুলি করে খুন

Advertisment

গত কয়েক মাসে ইরাকে ইসলামিক স্টেট এবং বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর জঙ্গি হামলা হয়েছে। তবে আশঙ্কা করা হচ্ছে, বাগদাদে মার্কিন দূতাবাস-সহ কূটনৈতিক কেন্দ্রে হামলা চালাতে পারে জঙ্গিরা। গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

ISIS Suicide Blast