নিউজিল্য়ান্ডে জেসিন্ডা ম্য়াজিক অটুট। দেশ থেকে করোনাকে তাড়িয়ে বিশ্ব দরবারে সাড়া ফেলে দিয়েছিলেন নিউজিল্য়ান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। করোনা বধের সাফল্য়ের জোয়ারে এবার সে দেশের সাধারণ নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়ে আবারও ক্ষমতায় ফিরলেন জেসিন্ডা। নির্বাচনে ঐতিহাসিক সাফল্য় পেয়েছে জেসিন্ডার দল লেবার পার্টি। নিউজিল্য়ান্ডে নির্বাচনের ইতিহাসে কয়েক দশক পর একক দল হিসেবে সরকার গড়তে চলেছে লেবার পার্টি।
করোনা পরিস্থিতি পরিচালনায় আরডার্নের ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বিশ্বের সব দেশ যখন করোনা অতিমারীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক সে সময়ই কয়েক মাস আগে জেসিন্ডা জানিয়েছিলেন, তাঁর দেশ করোনা-মুক্ত। এ খবর জানাতে গিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী বলেছিলেন, নাচতে ইচ্ছে করছে। দেশে করোনা বিপর্যয় সামলানোর কৃতিত্বই তাঁকে নির্বাচনে এমন অভূতপূর্ব সাফল্য় এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: প্যারিসে শিক্ষকের শিরচ্ছেদ, ‘ইসলামিক জঙ্গি হামলা’ বলে দাবি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর
অকল্য়ান্ডে নিজের বাড়ি থেকে বেরিয়ে এদিন সমর্থকদের দিকে হাত নাড়েন জেসিন্ডা। সমর্থকদের আলিঙ্গনও করেন তিনি। বিরোধী দল ন্য়াশনাল পার্টির নেত্রী জুডিথ কলিন্স বলেছেন, দুর্দান্ত জয়ের জন্য় তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। এবারের নির্বাচনে ৪৯ শতাংশ ভোট পেয়েছে লেবার পার্টি। ন্য়াশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। এখনও পর্যন্ত ৭৭ শতাংশ ব্য়ালট গণনা করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
জয় প্রসঙ্গে লেবার পার্টির এক জনপ্রতিনিধি বলেন, ''মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা যেভাবে করোনা সামলেছি, তাতে মানুষ খুশি''।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন