Advertisment

তলোয়ার হাতে প্রকাশ্যে নরসংহার, ফ্রান্সের পর রক্তাক্ত হল কানাডার শহর

তলোয়ারের কোপে দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও ৫।

author-image
IE Bangla Web Desk
New Update
crime

প্রতীকী ছবি।

ফ্রান্সের পর এবার কানাডা। হ্যালোইনের রাতে রক্তাক্ত হল কানাডার কুইবেক শহর। তলোয়ার হাতে মধ্যযুগীয় পোশাক পরিহিত এক ব্যক্তি একের পর এক পথচারীকে কোপ মারে। ইতিমধ্যেই তলোয়ারের কোপে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার আততায়ীকে গ্রেফতার করেছে কুইবেক পুলিশ।

Advertisment

প্রদেশ পুলিশ আগে জানিয়েছিল, মধ্যযুগীয় পোশাক পরে এক ব্যক্তি প্রকাশ্যে নরসংহার করে। তলোয়ারের কোপে একের পর এক মানুষকে জখম করে সে। দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও পাঁচজন গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন নিস হত্যালীলায় আরও গ্রেফতার, ঘটনা বিশ্বাসই হচ্ছে না আততায়ীর পরিবারের

কুইবেক পুলিশের মুখপাত্র এতিয়েঁ ডোয়োন জানিয়েছেন, কানাডার সম্প্রচার মন্ত্রকের ভিডিও ফুটেজের প্রমাণ নিয়ে ওই আততায়ীর খোঁজ শুরু হয়। রবিবার তাকে গ্রেফতার করা হয়। তবে কেন ওই ব্যক্তি এই কাজ করল, কোনও নাশকতার উদ্দেশ্য ছিল কি না তা এখনও স্পষ্ট নয়।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Canada crime
Advertisment