/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/meghan-759.jpg)
ফাইল ছবি।
সন্তান হারানোর মতো বেদনাদায়ক অভিজ্ঞতার সাক্ষী থেকেছেন তিনিও। তাঁর গর্ভপাতের মতো অভিজ্ঞতা হয়েছে, এমনটাই জানিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য় প্রিন্স হ্য়ারির স্ত্রী মেগান মার্কল। প্রকাশ্য়ে নিজের গর্ভপাতের অভিজ্ঞতার কথা যেভাবে তুলে ধরলেন মেগান, তা উল্লেখযোগ্য় বলেই মনে করা হচ্ছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মেগান জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ে তাঁর গর্ভপাতের অভিজ্ঞতার কথা। তিনি লিখেছেন, ‘‘জুলাইয়ের একটা সকাল। যেটা অন্য়ান্য় দিনের মতোই ছিল। ব্রেকফাস্ট বানাই, কুকুরকে খাওয়াই, ভিটামিন নিই, হারানো মোজা খোঁজা...ছেলে আর্চির ডায়পার পাল্টাচ্ছিলাম। হঠাৎ যন্ত্রণা শুরু হয়। এরপরই ছেলেকে কোলে নিয়েই মাটিতে পড়ে যাই...প্রথম সন্তানকে আঁকড়ে ধরে রাখা অবস্থাতেই বুঝলাম দ্বিতীয় সন্তানকে হারাচ্ছি’’।
আরও পড়ুন: বিশ্বে প্রথম, সম্পূর্ণ বিনামূল্যে স্যানিটারি প্যাড দেবে এই দেশের সরকার
মেগান জানিয়েছেন, এ ঘটনায় হ্য়ারিও খুব ভেঙে পড়েছিলেন...কীভাবে আমরা এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসব, বুঝতে পারছিলাম না। বুঝতে পারি, হাসপাতালে ১০০ জন মহিলার মধ্য়ে ১০-২০ জন এই অভিজ্ঞতার সাক্ষী হন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন