মুম্বই হামলার মূল চক্রী লস্কর-ই-তইবার জঙ্গিনেতা জাকিউর রহমান লাখভিকে তিনটি আলাদা আলাদা মামলায় পাঁচ বছর করে ১৫ বছরের কারাদণ্ডের সাজা দিল পাকিস্তানের আদালত। প্রত্যেক মামলায় ১ লক্ষ টাকা করে জরিমানাও দিতে হবে তাকে। শুক্রবার এই সাজা দেয় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত।
মুম্বই হামলার মাস্টার মাইন্ড লস্কর-ই-তইবার কমান্ডার জাকিউর রহমান লাখভিকে শনিবার ফের গ্রেফতার করা হয়। লাখভির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়। লাকভি ২৬/১১ সন্ত্রাসী হামলায় ২০১৫ সাল থেকে জামিনে ছিল। ওইদিন তাকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সন্ত্রাসদমন বিভাগ গ্রেফতার করে।
আরও পড়ুন জইশ প্রধান মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাকিস্তানে
প্রসঙ্গত, প্রসঙ্গত, ২০০৮ সালের মুম্বই হামলার মূল চক্রী ছিল লাকভিই। কয়েক দিন আগে লাকভিকে মাসিক দেড় লক্ষ পাকিস্তানি মুদ্রা দেওয়ার অনুমতি দিয়েছিল রাষ্ট্রসংঘ। তাকে অর্থ সাহায্য করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ কমিটির কাছে আবেদন জানিয়েছিল পাক সরকার। প্রায় ৬ বছর জেলে থাকার পর ২০১৫ সালে জামিন পায় লাকভি। এদিন সন্ত্রাসদমন শাখার মুখপাত্র জানিয়েছেন, লাখভিকে জেলে পাঠানো হচ্ছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন