Advertisment

মাঝ আকাশে ভেঙে পড়ল বিমান, বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা

রবিবার সকাল ৯.৫৫ মিনিটে এটিসির সঙ্গে শেষ বারের মতো যোগাযোগ হয় ওই বিমানের পাইলটের।

author-image
IE Bangla Web Desk
New Update
Nepal’s Tara Air flight, with four Indians onboard are crashes

লেটে পাসে থাকাকালীন বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ হয় এটিসির।

১৯ যাত্রী এবং ৩ জন ক্রু সদস্য নিয়ে ভেঙে পড়েছে নেপালের তারা এয়ারলাইন্সের বিমান। এদিন সকালে নেপালের পোখরা থেকে তিব্বত সংলগ্ন মুস্তাংয়ের জমসমের উদ্দেশে রওনা দেয় বিমানটি। লেটে পাহাড়ের কাছে ১৯ যাত্রী নিয়ে ভেঙে পড়ে ওই বিমানটি। বিমানের যাত্রীদের মধ্যে চার ভারতীয় রয়েছেন।

Advertisment

রবিবার সকাল ৯.৫৫ মিনিটে এটিসির সঙ্গে শেষ বারের মতো যোগাযোগ হয় ওই বিমানের পাইলটের। কিন্তু তারপর থেকে এটিসির সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । ওই বিমানের ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ছাড়াও দুই জার্মান নাগরিক, ১৩ জন নেপালের নাগরিক এবং তিনজন ক্রু সদস্য ছিলেন। লেটে পাসে থাকাকালীন বিমানটির সঙ্গে শেষ বারের মতো যোগাযোগ হয়েছিল এটিসির।

রবিবার সকাল ৯.৫৫ মিনিটের পর বিমানটি নিখোঁজ হয়ে গেলেও পরবর্তী সময়ে জানা যায় সেটি ভেঙে পড়েছে। কাঠমান্ডুতে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, উদ্ধার কাজ চলছে। বিমানটিতে থাকা চার ভারতীয় যাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। এছাড়াও বিমান দুর্ঘটনার বিষয়ে আরও তথ্যের জন্য কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের তরফে জরুরি হেল্পলাইন নম্বর (+977-9851107021) চালু করা হয়েছে।

আরও পড়ুন- মাঝ আকাশে নিখোঁজ যাত্রীবাহী বিমান, উদ্বেগ চরমে

অন্যদিকে, তারা এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে এখনও পর্যন্ত ওই বিমানটির যাত্রীদের সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। বিমানে থাকা চার ভারতীয় সম্ভবত সেখানকার বিখ্যাত মুক্তিনাথ মন্দিরে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। তবে বিমান দুর্ঘটনার জেরে সবচেয়ে খারাপ খবরটির আশঙ্কাই করছেন সূত্রটি। ১৯ যাত্রী ছাড়াও তারা এয়ারলাইন্সের ওই বিমানটিতে ক্রু সদস্যদের মধ্যে একজন সিনিয়র ইন্সট্রাক্টর পাইলট, কো-পাইলট এবং একজন এয়ার হোস্টেস ছিলেন বলে জানা গিয়েছে।

Read story in English

Nepal flight plane crash
Advertisment