Advertisment

Train accident: মুখোমুখি দুই যাত্রীবাহী ট্রেন, ভয়াবহ সংঘর্ষে মৃত ৩০

Islamabad Train accident: আগে থেকেই লাইনচ্যুত হয়েছিল মিল্লত এক্সপ্রেস। সারগোধাগামী সৈয়দ এক্সপ্রেস সোজা এসে ধাক্কা মারে মিল্লতকে।

author-image
IE Bangla Web Desk
New Update
train accident, pakistan train accident

pakistan train accident: ভয়াবহ দুর্ঘটনা পাকিস্তানে

Pakistan Rail Accident: সোমবার সকালে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় পাকিস্তানে মৃত্যু হল ৩০ নাগরিকের। জখম হয়েছে ৫০ জনেরও বেশি। এদিন সকালে পাকিস্তানের ঘোটকিতে রেতি ও দাহরকি স্টেশনের মাঝে স্যর সৈয়দ এক্সপ্রেসের সঙ্গে মিল্লত এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়।

Advertisment

দুটি প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়েছে একাধিক কামরা। সংবাদমাধ্যমসূত্রে খবর, আগে থেকেই লাইনচ্যুত হয়েছিল মিল্লত এক্সপ্রেস। সারগোধাগামী সৈয়দ এক্সপ্রেস সোজা এসে ধাক্কা মারে মিল্লতকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৩০ জনের। স্থানীয় সূত্রে খবর, সংঘর্ষের প্রাবল্য ছিল এতটাই যে বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।

দুর্ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন ও রেলের কর্তারা ছুটে যান ঘটনাস্থলে। দুর্ঘটনায় মৃতদের দেহ উদ্ধার করা হয়। আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজে প্রশাসনের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও।

আরও পড়ুন, মিউকরমাইকোসিসের ওষুধে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া! হাসপাতালে অসুস্থ ৭০ রোগী

উদ্ধারকার্যের প্রক্রিয়া শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। ওই রুটে সমস্ত ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণ নিয়ে ধন্দে পাক প্রশাসন। কেন ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল এবং কীভাবেই বা সংঘর্ষের ঘটনা ঘটলো তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। টুইটে তিনি লেখেন, "'আজ সকালে ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩০ জনের মৃত্যুতে আমি শোকাহত। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে এবং নিহতদের পরিবারকে সহায়তা করতে ইতিমধ্যেই রেলমন্ত্রীকে নির্দেশ দিয়েছি। রেল নিরাপত্তার গাফিলতি থাকলে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছি।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Train Accident pakistan
Advertisment