প্য়ারিসে ব্য়াঙ্গ পত্রিকা শার্লি এবদোর পুরনো অফিসের কাছে ছুরি নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য় ছড়াল। হামলায় জখম হয়েছেন ৪ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ হামলাকারী পলাতক। সংবাদসংস্থা এপি সূত্রে খবর, পূর্ব প্য়ারিসে রিচার্ড লেনোয়ার সাবওয়ে স্টেশনের কাছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হামলাকারীদের হন্য়ে হয়ে খুঁজছে পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি সন্দেহজনক বস্তু মেলার পরই শার্লি এবদোর পুরনো অফিস-সহ গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন: আইফেল টাওয়ার ওড়ানোর হুমকি ফোন, বোমাতঙ্কে তুমুল চাঞ্চল্য়
হামলার উদ্দেশ্য় এখনও স্পষ্ট নয়। এটাও স্পষ্ট নয় যে, হামলার সঙ্গে শার্লি এবদোর কোনও যোগসূত্র রয়েছে কিনা। উল্লেখ্য়, ২০১৫ সালে শার্লি এবদোর সম্পাদকীয় দফতরে হামলার ঘটনা ঘটে। সেবার হামলায় ১২ জন নিহত হন।
এদিনের হামলায় আততায়ী ও জখমদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। হামলার পর উত্তর প্য়ারিসের একটি এলাকায় সফর কাটছাঁট করে অভ্য়ন্তরীণ মন্ত্রকের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন