Advertisment

১৪ বছরে পেট্রোলের রেকর্ড দাম আমেরিকায়, ভারতেও দাম বৃদ্ধির আশঙ্কা

যুদ্ধের আবহে আমেরিকায় গত ১৪ বছরের মধ্যে সব চেয়ে মহার্ঘ হয়েছে পেট্রল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যুদ্ধের আবহে আমেরিকায় গত ১৪ বছরের মধ্যে সব চেয়ে মহার্ঘ হয়েছে পেট্রল।

রাশিয়া ইউক্রেন সংকট দু’সপ্তাহ পেরিয়েছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার সঙ্গে সকল ব্যবসা বন্ধের ডাক দিয়েছে আমেরিকা। ইতিমধ্যেই রাশিয়া থেকে ব্যবসা গুটিয়েছেন একাধিক মার্কিন ব্রান্ড। এমন পরস্থিতিতে আমেরিকায় আনেকটাই বাড়ল পেট্রোলের দাম। যদিও তা ভারতের থেকে এখন স্বস্তা। বৃহস্পতিবার সে দেশের গ্যাস স্টেশনগুলিতে গ্যালন প্রতি পেট্রলের যে দর ছিল, ভারতীয় মুদ্রার হিসেবে তা দাঁড়ায় প্রতি লিটারে ৮৬ টাকা ৯৭ পয়সা। অর্থাৎ বিশ্বের ধনীতম দেশেও পেট্রোলের দাম ভারতের চেয়ে অনেকটাই কম!

Advertisment

অবশ্য কয়েক মাস আগে দামের এই ফারাক ছিল আরও বেশি। গত জুনে ভারতের অনেক রাজ্যে যখন পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা ছুঁয়েছিল, নিউ ইয়র্কের বাসিন্দাদের তখন লিটার প্রতি পেট্রলের জন্য মাত্র ৫৭ টাকা খরচ করতে হত।

আরো পড়ুন: ‘ছেলেদের ভিনদেশে যুদ্ধে পাঠাবেন না’ রাশিয়ার মায়েদের অনুরোধ জেলেনস্কির

যুদ্ধের আবহে আমেরিকায় গত ১৪ বছরের মধ্যে সব চেয়ে মহার্ঘ হয়েছে পেট্রল। এর আগে ২০০৮ সালের জুলাইয়ে আর্থিক মন্দার কারণে পেট্রোলের দাম রেকর্ড গড়েছিল। প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। যদিও গত বছরের ৪ নভেম্বরের পর থেকে ভারতে পেট্রলের দামের পরিবর্তন হয়নি। ওই দিন কেন্দ্রীয় সরকার পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা কমিয়েছিল। যদিও ইতিমধ্যে সয়াবিন ও ভুট্টার দাম আকাশছোঁয়া।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গোটা বিশ্বে মূল্যবৃদ্ধির সমস্যা বাড়ছে। বিশ্বের বাজারে প্রতি ব্যারেলে অপরিশোধিত তেলের দাম ছুঁয়েছে ১৩০ ডলারে। কিন্তু, আপাতত সেই জায়গায় ভারতের বাজারে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি পায়নি। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের বাজারে অপরিশোধিত তেল, ভোজ্যতেল, প্রাকৃতিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা করেছেন।

Advertisment