/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/pfizer-759.jpg)
করোনা রুখতে তাদের তৈরি ভ্য়াকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকারী বলে এদিন জানিয়েছে ওই সংস্থা।
করোনাকে বিনাশ করতে ইতিমধ্য়েই একাধিক ভ্য়াকসিন তৈরির কাজ চলছে। এর মধ্য়েই বড়সড় সাফল্য়ের মুখ দেখল ফাইজার। করোনা রুখতে তাদের তৈরি ভ্য়াকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে এদিন জানিয়েছে ওই সংস্থা। করোনাভাইরাসের দাপটে বিশ্বজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। রোজই সংক্রমণের দাপট বাড়ছে। এই প্রেক্ষাপটে ভ্য়াকসিন তৈরিতে এমন সাফল্য় আশার আলো জাগালো বলেই মনে করা হচ্ছে।
ফাইজার ও জার্মানের বায়োএনটেক যৌথভাবে করোনার সম্ভাব্য় প্রতিষেধক তৈরি করছে। করোনা ভ্য়াকসিন তৈরিতে ক্লিনিক্য়াল ট্রায়ালে এই প্রথম কোনও সংস্থা এত বড় মাপের সাফল্য়ের মুখ দেখল। সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের তৈরি ভ্য়াকসিন আমেরিকা অনুমোদন দিলেই প্রাথমিক পর্যায়ে কিছু সংখ্য়ক ডোজের ভ্য়াকসিনকে সীমাবদ্ধ রাখা হবে।
আরও পড়ুন: তিনগুণ হারে সংক্রমণ বাড়ছে দিল্লিতে, মৃত্যু বাড়ছে বাংলায়, পুন:সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি দেশে
ফাইজারের চেয়ারম্য়ান ও চিফ এগজিকিউটিভ অ্য়ালবার্ট বুর্লা এক বিবৃতিতে জানিয়েছেন, ‘‘বিজ্ঞান ও মানবতার জন্য় আজ মহান দিন। এমন সময় ভ্য়াকসিন তৈরির কর্মসূচিতে আমরা সবচেয়ে কঠিন মাইলস্টোনে পৌঁছোচ্ছি, যখন বিশ্বের এটা খুব দরকার...’’। ফাইজারের অন্য়তম শীর্ষ বিজ্ঞানী বিল গ্রুবারের কথায়, ‘‘এটা জনস্বাস্থ্য়ের জন্য়ও বড় দিন’’।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন