/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/trump-759.jpg)
ডোনাল্ড ট্রাম্প
পরাজয় কিছুতেই মেনে নিতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। বিডেন নন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন বলে আবারও সোচ্চার হলেন ট্রাম্প। সেইসঙ্গে ভোটে কারচুপির অভিযোগও ফের তুললেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার দ্য় নিয়ইয়র্ক টাইমসের টুইট ট্য়াগ করে টুইটারে ট্রাম্প লেখেন, ‘‘এবং আমিই জিতেছি নির্বাচনে। গোটা দেশে ভোটে প্রতারণা হয়েছে’’। উল্লেখ্য়, এর আগেও একাধিকবার ভোটে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন ট্রাম্প। নির্বাচনের ফল সামনে এলেও এখনও হার স্বীকার করেননি ট্রাম্প।
...AND I WON THE ELECTION. VOTER FRAUD ALL OVER THE COUNTRY! https://t.co/9coP3R44UQ
— Donald J. Trump (@realDonaldTrump) November 18, 2020
আরও পড়ুন: বাইডেনের ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন দুই ভারতসন্তান
করোনাকালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই রীতিমতো টানটান ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত হোয়াইট হাউস দখল করে নেন ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্য়ে ৩০৬টি দখল করেন বাইডেন। সেখানে ২৩২টি ইলেক্টোরাল ভোট জোটে ট্রাম্পের ঝুলিতে। জয়ের জয় দরকার ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট।
এদিকে, পরাজয় প্রকট হওয়ার পর পরই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হন ট্রাম্প। পেনসিলভেনিয়া, নেভাডা, মিশিগান, জর্জিয়া, আরিজোনা-সহ একাধিক প্রদেশের ফলাফলকে চ্য়ালেঞ্জ জানান রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। উইসকনসিনে পুনর্গণনার দাবিও জানান ট্রাম্প।
ক’দিন আগে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ প্রসঙ্গে বলেছেন, আমার মনে হয়, ভোটের পরের দিন বা দিনদুয়েক বাদে উনি(ট্রাম্প) স্বীকার করতে পারতেন। এমন কোনও পরিস্থিতি আর নেই যে, ভোটের ফলাফল বদলে যেতে পারে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকু