Advertisment

সাধারণ নাগরিকদের বেরোতে সুযোগ, ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

ভারতীয় সময় সকাল ১১.৩০টায় ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Russia declares ceasefire in Mariupol, envoy says ready to evacuate Indian Nationals from Ukraine

ইউক্রেনে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার।

ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার। যুদ্ধের দশম দিনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। ভারতীয় সময় সকাল ১১.৩০টায় যুদ্ধবিরতি ঘোষণা। আটকে থাকা সাধারণ নাগরিকদের নিরাপদে বেরতে সময় দিল রাশিয়া। মারিউপোল, ভলনোখোভা দিয়ে 'হিউম্যান করিডোর' করে বেরনোর সুযোগ রুশ সেনার।

Advertisment

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, মারিউপোলের বাসিন্দাদের সরিয়ে নিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এদিকে, ক্রেমলিন রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, রাশিয়ান বাসগুলি পূর্ব ইউক্রেনের শহর খারকিভ এবং সুমিতে যাওয়ার জন্য ক্রসিং পয়েন্টে তৈরি রয়েছে। ভারতীয় ছাত্র এবং সেখানে আটকে পড়া অন্যান্য বিদেশী নাগরিকদের সরিয়ে নিতে যাচ্ছে বাসগুলি।

আরও পড়ুন- ‘ভারতীয়রা পণবন্দি ইউক্রেনে’, এই নিয়ে দ্বিতীয়বার মস্কোর দাবি ওড়াল দিল্লি

জানা গিয়েছে, প্রায় পাঁচশো ভারতীয় কয়েকদিন ধরে খারকিভের বাইরে অপেক্ষা করছেন। অনেক ছাত্র ট্রেনের অভাবে ১১ কিলোমিটার হেঁটে পিসোচিনে এসে আটকে পড়েছেন। ইউক্রেনে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভারতীয়কে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটকে থাকা বাকিদের সরানোর কাজও চলছে দ্রুত গতিতে।

এদিকে, শনিবার আবারও রাশিয়ার দাবি উড়িয়েছে ভারত। গত দু’দিনে এই নিয়ে দ্বিতীয়বার। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি, প্রায় ৩ হাজার ভারতীয়কে পূর্ব ইউক্রেনের খারকিভ স্টেশনে পণবন্দি করেছে ইউক্রেন সেনা। যদিও এব্যাপারে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে ফের একবার স্পষ্ট করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। বরং ইউক্রেন থেকে নাগরিকদের ফেরাতে স্থানীয় পর্যায়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ভারত। এর আগে বৃহস্পতিবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবিকে প্রত্যাখ্যান করে দিল্লি।

Read story in English

russia Ukraine Crisis Russia-Ukraine Row Russia-Ukraine Conflict
Advertisment