Advertisment

করোনার বাড়বাড়ন্ত! ভারত-সহ ২০টি দেশের নাগরিকের প্রবেশ নিষিদ্ধ সৌদিতে

৩ জানুয়ারি থেকে দেশের বন্দর ও বিমানবন্দর খুলেছে সৌদি আরব।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনা অতিমারির সংক্রমণ রুখতে ভারত-সহ ২০টি দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। এই তালিকায় ভারত ছাড়াও আছে আমেরিকাও। গত সেপ্টেম্বরে আরব গোষ্ঠীর দেশগুলো ভারত থেকে বিমান ওঠা নামায় নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই তালিকায় আরও কয়েকটি দেশ অন্তর্ভুক্ত হল।

Advertisment

যদিও সাময়িক নিষেধের আওতায় নেই দুই দেশের কূটনীতিবিদ, সৌদির নাগরিক, চিকিৎসক-সহ স্বাস্থ্যকর্মী এবং তাঁদের পরিবার। তবে সৌদি আরবের পড়শি দেশ মিশর ও সংযুক্ত আরব আমিরশাহীর জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ। এমনটাই সূত্রের খবর। যে দেশগুলোর ওপর এই নিষেধাজ্ঞা বলবৎ, তাদের মধ্যে অন্যতম লেবানন, তুরস্ক, সুইডেন এবং স্যুইৎজারল্যান্ড-সহ ইউরোপিয়ান ইউনিয়নের অন্য দেশগুলো।

আরও পড়ুন টিকা টক্করে এগিয়ে রাশিয়া, ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই, জানাল গবেষণা

এমনকি যারা এই তালিকাভুক্ত দেশের মধ্যে দিয়ে যাতায়াত করেছেন। নিষেধাজ্ঞা তাদের উপরও বলবৎ থাকবে। ব্রিটেন স্ট্রেনের বাড়বাড়ন্ত হওয়ার পর এই নিষেধাজ্ঞা একবার গত ডিসেম্বরে লাগু হয়েছিল। তারপর নতুন বছরের ৩ জানুয়ারি থেকে নিজেদের বন্দর ও বিমানবন্দর খুলেছে সৌদি আরব।

India saudi arabia World Corona
Advertisment