জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার কেঁপে উঠল ইরাকের রাজধানী বাগদাদ। বিস্ফোরণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। তিনজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে সরকারি সংবাদমাধ্যমের রিপোর্ট।
জানা গিয়েছে, মধ্য বাগদাদে একটি বাণিজ্যিক কেন্দ্রে জোড়া বিস্ফোরণ হয় বৃহস্পতিবার। আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়েছে বলেই ইরাকি সংবাদমাধ্যমের দাবি। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এলাকায় আরও বিস্ফোরণ হওয়ার আশঙ্কায় কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন ট্রাম্পের অভিবাসন নীতি ‘ছিঁড়ে ফেললেন’ বাইডেন, ১৭টি আদেশ বদলে সই
পুলিশ জানিয়েছে, এবছর বাগদাদে বাণিজ্যিক কেন্দ্রগুলিতে জঙ্গিদের নজর রয়েছে। আগামী অক্টোবরেই ইরাকে নির্বাচন রয়েছে। তার আগে রাজধানীতে বিস্ফোরণ, সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে। গত কয়েক মাসে ইরাকে ইসলামিক স্টেট এবং বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠীর জঙ্গি হামলা হয়েছে। এই জোড়া বিস্ফোরণও ইসলামিক স্টেটের কাজ বলে মনে করা হচ্ছে।
তবে আশঙ্কা করা হচ্ছে, বাগদাদে মার্কিন দূতাবাস-সহ কূটনৈতিক কেন্দ্রে হামলা চালাতে পারে জঙ্গিরা। গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন