Advertisment

মহম্মদের কার্টুনের প্রতিবাদে ঢাকার রাজপথে মুসলিমদের বিরাট মিছিল

গোটা দুনিয়ার মুসলিম সমাজকে ফ্রান্সের বিরুদ্ধে এক হওয়ার ডাক দিয়েছেন বাংলাদেশের মৌলবাদী সংগঠনের নেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নবীর কার্টুনকাণ্ডে ফ্রান্সের বিরুদ্ধে এককাট্টা মুসলিম দুনিয়া। এবার বাংলাদেশের ঢাকায় বিরাট মিছিল করে শহর স্তব্ধ করে দিলেন মুসলিমরা। প্রায় ১০ হাজার ইসলামিক গোষ্ঠীর মিছিলে নবী হজরত মহম্মদের কার্টুনের প্রতিবাদে সোচ্চার হলেন মুসলিমরা। সেই মিছিল থেকে ডাক উঠল ফরাসি দ্রব্য বয়কটের। ইসলামি আন্দোলন বাংলাদেশের মিছিল ঘিরে উত্তেজনা দেখা দেয় বাংলাদেশে। গোটা দুনিয়ার মুসলিম সমাজকে ফ্রান্সের বিরুদ্ধে এক হওয়ার ডাক দিয়েছেন বাংলাদেশের মৌলবাদী সংগঠনের নেতারা।

Advertisment

মঙ্গলবার ঢাকার রাজপথে সেই মিছিলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মিছিলে অংশগ্রহণকারী মুসলিমদের দাবি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যেভাবে কার্টুনকাণ্ডে শিক্ষকের মুণ্ডচ্ছেদের ঘটনায় সুশীল সমাজের পাশে দাঁড়িয়ে মৌলবাদীদের কটাক্ষ করেছেন তা ভাল চোখে দেখছে না মুসলিম দুনিয়া। গত ১৬ অক্টোবর নবীর কার্টুন দেখানোর অভিযোগে ১৬ বছরের এক চেচেন বংশোদ্ভূত কিশোর ফরাসি শিক্ষকের প্রকাশ্যে মুণ্ডচ্ছেদ করে। এই ঘটনাকে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হিসাবে দেখছে খ্রিস্টান অধ্যুষিত ফ্রান্সের বুদ্ধিজীবীরা। কিন্তু নবীর কার্টুনকে ঘিরে ফ্রান্সের ভূমিকার কড়া নিন্দা করেছে সৌদি, তুরস্ক, পাকিস্তান-সহ একাধিক মুসলিম প্রধান রাষ্ট্র। সেই পথে হেঁটেছে বাংলাদেশের মুসলিমরাও।

আরও পড়ুন কার্টুনকাণ্ডে ফুঁসছে আরব দুনিয়া, নবীর অবমাননার তীব্র প্রতিবাদ সৌদির

বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরা এদিন সকালে ঢাকায় বাইতুল মোক্কারাম মসজিদের সামনে জড়ো হন। তারপর সেখান থেকে প্রায় ১০ হাজার ইসলামি আন্দোলনের সমর্থক মিছিল করে ঢাকায় ফরাসি দূতাবাসের দিকে এগোতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজপথে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। সংগঠনের প্রধান রেজাউল করিম ফ্রান্সের কাছে নবীর কার্টুন প্রদর্শনে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন। ম্যাক্রোঁকে কটাক্ষ করে তাঁর বার্তা, "আল্লাহ হজরত মহম্মদকে শান্তির দূত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। ম্যাক্রোঁ আর ওঁর সঙ্গীরা ইতিহাস থেকে কোনও শিক্ষা নেয়নি। আপনাদের লজ্জা হওয়া উচিত।"

তিনি কার্টুনকাণ্ডে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীরবতা নিয়েও কটাক্ষ করেছেন। ফ্রান্সের বিরুদ্ধে টু শব্দ না করায় হাসিনাকে সংগঠনের প্রধানের তোপ, "আপনি মুসলিম হয়ে তাঁদের ভোটে ক্ষমতায় এসেছেন। কিন্তু এখন আপনি চুপ কেন?"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

france Prophet Muhammad Bangladesh
Advertisment