শত নিন্দা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকেই ফের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চায় বেজিং! এদিকে, জার্মানি থেকে বিপুল পরিমাণে সেনা সরানোর কথা ঘোষণা করল আমেরিকা। অন্য়দিকে, আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে পাকিস্তান। আর্থিক স্বচ্ছতায় নূন্য়তম প্রয়োজনীয়তা পূরণ করেনি ইমরান খান সরকার, এমন তথ্য়ই উল্লেখ করা হয়েছে এক মার্কিন রিপোর্টে। আগামী সপ্তাহেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হতে চলেছে ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনের। বিশ্বের এমনই সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এক এক করে...
মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পকেই চায় চিন!
শত নিন্দা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পকেই ফের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে চায় বেজিং। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের মুখে এমন অভিমতই প্রকাশ করেছেন চিনের বেশ কয়েকজন আধিকারিক। ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেন মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলে, তা চিনের জন্য় বিপজ্জনক হবে বলে মনে করেন তাঁরা।
* নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বিডেনের হয়েই পদক্ষেপ করছে চিন, এমন অভিযোগই করে আসছেন ট্রাম্প।
* কিন্তু বেজিংয়ের অনেক আধিকারিকরা ট্রাম্পকেই সমর্থন করার পক্ষে মত দিয়েছেন।
* চিনের প্রাক্তন ট্রেড নেগোশিয়েটর তথা জেনেভার প্রাক্তন ডেপুটি রিপ্রেজেন্টেটিভ জো শাওমিং বলেছেন, ''যদি বিডেন নির্বাচিত হন, তাহলে আমার মনে হয়, তা চিনের জন্য় বিপজ্জনক। কারণ, তিনি মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলিয়ে চিনকে টার্গেট করবেন। সেখানে মার্কিন জোট নষ্ট করছেন ট্রাম্প''।
* চিনের আরও বেশ কয়েকজন আধিকারিকের মতে, চিনা সরকার বিশ্বাস করে, ট্রাম্প জয়ী হলে তা বেজিংয়ের আখেরে ভালই হবে।
* তবে জো শাওমিং এও বলেছেন, ''আমার মনে হয় না, নির্বাচনে দু'দেশের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে। ট্রাম্প জিতুক বা জো বিডেন, পরিস্থিতি খারাপ হবে''।
* চিন সম্পর্কে বরাবরই কঠোর মনোভাব দেখিয়েছেন ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেন । ক'দিন আগেই চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে 'মস্তান' বলে মন্তব্য় করেছিলেন।
* এদিকে, চিনের বিরুদ্ধে বারবার সোচ্চার হতে দেখা গিয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও। (Read the full story in English)
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
জার্মানি থেকে বিপুল সংখ্য়ক সেনা সরাচ্ছে আমেরিকা
জার্মানি থেকে বিপুল পরিমাণে সেনা সরানোর কথা ঘোষণা করল আমেরিকা। ৫২ হাজার সেনা সরিয়ে মাত্র ২৫ হাজার সেনা রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্য়াটো-তে জার্মানি কোনও খরচ করছে না বলে অভিযোগ। সেই অভিযোগেই সেনা সরানোর এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প, এমনটাই জানা যাচ্ছে।
* এ প্রসঙ্গে হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছেন, ''জার্মানিতে আমাদের ৫২ হাজার সেনা রযেছে। এই সংখ্য়াটা বিপুল। এজন্য় প্রচুর খরচ করতে হচ্ছে আমেরিকাকে। ন্য়াটোতে খরচ করতে অবহেলা করছে জার্মানি''।
* ট্রাম্পের অভিযোগ, ''তারা ১ শতাংশ খরচ করছে। অথচ, তাদের ২ শতাংশ খরচ করার কথা। তাছাড়া ২ শতাংশ খরচ করাও অনেকটা কম। আরও অনেকটা করা দরকার''।
* এ প্রসঙ্গে ট্রাম্প আরও বলেছেন, ''সে কারণে আমরা সেনা কমিয়ে ২৫ হাজার করছি। দেখব কী হয়। কিন্তু জার্মানি কোনও খরচ করছে না''। (Read the full story in English)
বিশ্বের অন্য়ান্য় গুরুত্বপূর্ণ খবর পড়ুন নীচে
আর্থিক স্বচ্ছতায় 'ব্য়র্থ' ইমরান সরকার, দাবি মার্কিন রিপোর্টে
আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে পাকিস্তান। আর্থিক স্বচ্ছতায় নূন্য়তম প্রয়োজনীয়তা পূরণ করেনি ইমরান খান সরকার, এমন তথ্য়ই উল্লেখ করা হয়েছে এক মার্কিন রিপোর্টে। ওই রিপোর্টে অভিযোগ করা হয়েছে, সমস্ত সরকার গ্য়ারান্টেড ঋণ বাধ্য়বাধকতায় পর্যাপ্ত তথ্য় প্রকাশ করেনি পাকিস্তান। চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পের আর্থিক উৎস নিয়ে সব তথ্য় প্রকাশ করেনি বলে অভিযোগ করা হয়েছে।
* সোমবার ''২০২০ আর্থিক স্বচ্ছতার রিপোর্ট' প্রকাশ করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
* ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, পাকিস্তানই একমাত্র দেশ, যারা আর্থিক স্বচ্ছতার লক্ষ্য়ে কোনও পদক্ষেপ করেনি।
* রিপোর্টে বলা হয়েছে, ঋণ বাধ্য়বাধকতা নিয়ে নির্দিষ্ট কিছু তথ্য় প্রকাশ করেছিল সে দেশের সরকার।
* মোট ১৪১টি দেশের আর্থিক স্বচ্ছতা মূল্য়ায়ন করা হয়েছিল। ভারত-সহ ৭৬টি দেশ আর্থিক স্বচ্ছতায় নূন্য়তম প্রয়োজনীয়তা পূরণ করতে পেরেছে। (Read the full story in English)
আগামী সপ্তাহেই ওবামা-বিডেন সাক্ষাৎ
আগামী সপ্তাহেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা হতে চলেছে ডেমোক্র্য়াট প্রার্থী জো বিডেনের। একথা নিজে মুখেই ঘোষণা করেছেন আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্য়াট প্রার্থী বিডেন। আগামী সপ্তাহে প্রথমবার ভার্চুয়াল ফান্ডরাইজারে অংশ নিতে বিডেনের সঙ্গে যোগ দেবেন ওবামা।
* মঙ্গলবার থেকে এক সপ্তাহ চলবে এই ফান্ডরাইজার।
* আগামী সপ্তাহে তাঁর সঙ্গে তাঁর 'প্রাক্তন বস' ওবামা যোগ দেবেন, একথা টুইট করে জানিয়েছেন বিডেন। উল্লেখ্য়, ওবামার আমলে বিডেন ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
* এ প্রসঙ্গে বিডেন লিখেছেন, ''বন্ধুরা, দুর্দান্ত খবর রয়েছে, আগামী সপ্তাহে আমার বন্ধু ও প্রাক্তন বস বারাক ওবামার সঙ্গে দেখা করব। ভার্চুয়াল ফান্ডরাইজারের জন্য় দেখা হবে''।
* ওবামা বলেছিলেন, ''আমাদের জীবদ্দশায় সবথেকে গুরুত্বপূর্ণ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। নভেম্বরে আমাদের অর্থনীতি পুনরুজ্জিবীত করার সুযোগ পাব। সকলকে স্বাস্থ্য় বীমার আওতায় আনার সুযোগ পাব''।(Read the full story in English)
বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে