Advertisment

বাহারিনে ভাঙচুর গণেশ মূর্তি।। স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল

দুনিয়াজুড়ে কী ঘটল? বিশ্বের যেসব খবর না জানলে চলবেই না, তেমনই সব খবর এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
world news, বিশ্বের খবর, দুনিয়ার খবর

একনজরে বিশ্বের খবর।

বাহারিনের রাজধানী মানামার জুফায়ের সুপার মার্কেটের দোকানে থরে থরে সাজানো রয়েছে গণেশ মূর্তি। হঠাৎই এক মধ্য পঞ্চাশের মহিলা দোকানে প্রবেশ করে সেই মূর্তিগুলো মাটিতে আছড়ে ফেলে ভাঙছেন। এই ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য় ছড়াল। অন্য়দিকে, আগামী ৭-১০ দিনে মানবদেহে স্পুটনিক ভি ভ্য়াকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। এই পর্বে হাজার হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে। মস্কোতে এই গবেষণা চালানো হবে। বিশ্বের এমনই সব খবর পড়ে নিন এক এক করে...

Advertisment

মাটিতে আছড়ে গণেশ মূর্তি ভাঙলেন মহিলা, শুরু তদন্ত

publive-image বাহারিনে মধ্য পঞ্চাশের মহিলা দোকানে প্রবেশ করে গণেশ মূর্তিগুলো মাটিতে আছড়ে ফেলে ভাঙছেন।

সামনেই আসছে গণেশ চতুর্থী। বিক্রির জন্য বাহারিনের রাজধানী মানামা-র জুফায়ের সুপার মার্কেটের দোকানে থরে থরে সাজানো রয়েছে গণেশ মূর্তি। হঠাৎই এক মধ্য পঞ্চাশের মহিলা দোকানে প্রবেশ করে সেই মূর্তিগুলো মাটিতে আছড়ে ফেলে ভাঙছেন। সম্প্রতি এই ভিডিও ভাইরাল হয়। তারপরই পুলিশ ৫৪ বছর বয়সী ওই মহিলার বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের অবমাননা করার অভিযোগ মামলা দায়ের করে।

*ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, এক মহিলা সুপারমার্কেটের যেই তাকে গনেশ-মূর্তিগুলি রয়েছে তার সামনে দাঁড়িয়ে আছেন। এরপর তাঁদের মধ্যে একজন মূর্তিগুলি এক এক করে মাটিতে আছড়ে ফেলে ভাঙতে শুরু করেন। সুপারমার্কেটের কর্মীরা বাধা দিতে এলে ওই মহিলা চিৎকার করে তাদের কটূক্তি করতে থাকেন। শোনা যায় মহিলা আরবি ভাষায় দোকানের কর্মীদের বলছেন, 'এটা মুসলিমদের দেশ।'

*বাহারিনের অভ্যন্তরীণমন্ত্রকের তরফে টুইটে বলা হয়েছে যে, 'অভিযুক্তের বিরুদ্ধে রাজধানীর পুলিশ মামলা রুজু করা করেছে। মহিলার বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের অবমাননা করার অভিযোগ আনা হয়েছে।'

*বাহারিনের ১৩ লক্ষ জনসংখ্যার মধ্যে প্রায় ৪ লক্ষ ভারতীয়র বাস। ২০১০ সালের জনগনণা অনুযায়ী বাহরিনে প্রায় ৯.৮ শতাংশ হিন্দু থাকেন। Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

বিশ্বের অন্য়ান্য় খবর পড়ুন নীচে

৭-১০ দিনে স্পুটনিক ভি-র তৃতীয় দফার ট্রায়াল

coronavirus, করোনাভাইরাস, করোনা প্রতীকী ছবি।

দুনিয়ায় প্রথম করোনা ভ্য়াকসিন এনে গত সপ্তাহেই তাক লাগিয়েছে রাশিয়া। কিন্তু এত তাড়াতাড়ি কীভাবে করোনার ভ্য়াকসিন তৈরি করল পুতিন সরকার, সে নিয়ে বিজ্ঞানী মহলে সংশয়ের অন্ত নেই। এমন আবহে তাদের তৈরি ভ্য়াকসিন 'স্পুটনিক ভি' কীভাবে করোনা নাশ করবে, তা এক ভিডিও আকারে প্রকাশ করা হল।

*৩৮ সেকেন্ডের প্রোমোশনাল ভিডিও বানিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড। ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে স্পুটনিক ভি ভ্য়াকসিন করোনা নির্মূল করছে। আরেকটি ভিডিওতে দেখানো হয়েছে, ভ্য়াকসিন উৎপাদনও প্রকাশ করা হয়েছে।

*অন্য়দিকে, তাস সংবাদসংস্থা সূত্রে খবর, আগামী ৭-১০ দিনে মানবদেহে স্পুটনিক ভি ভ্য়াকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। এই পর্বে হাজার হাজার মানুষকে এই টিকা দেওয়া হবে। মস্কোতে এই গবেষণা চালানো হবে।

উল্লেখ্য়, গত সপ্তাহে বিশ্বের প্রথম করোনা ভ্য়াকসিন আবিষ্কারের দাবি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। (বিস্তারিত পড়ুন)

বিশ্বের সব গুরুত্বপূর্ণ খবর পড়ুন এই প্রতিবেদনে

International news
Advertisment