/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/Washington.jpg)
ডোনাল্ড ট্রাম্পের বিদায় নিশ্চিত হতেই আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ট্রাম্পপন্থীদের সঙ্গে বিক্ষুব্ধদের ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল। শনিবার রাতভর ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ওয়াশিংটনের একাধিক জায়গায়। পুলিশ অন্তত ২০ জন গ্রেফতার করেছে। তাদের মধ্যে চারজনের কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর। রাতভর চলে গন্ডগোল।
দিনর শেষে গন্ডগোল কিছুটা নিয়ন্ত্রণে আসে বলে খবর। প্রসঙ্গত, এদিনই ওয়াশিংটনের রাস্তায় গাড়িতে করে ঘোরেন বিদায়ী প্রেসিডেন্ট। অনেকেই তাঁকে হাততালি দিয়ে সম্বর্ধনা দেন। তাঁর কনভয় চলে যাওয়ার পরই বিভিন্ন রাস্তায় বিক্ষুব্ধরা মিছিল করেন। টুইটারে হোয়াইট হাউসের প্রেস সচিব কায়লে ম্যাকএনানি এই মিছিলকে মিলিয়ন মাগা মার্চ হিসাবে বর্ণনা করেছেন। তাঁর দাবি, প্রায় ১০ লক্ষ সমর্থক রাস্তায় বের হয়েছিলেন।
আরও পড়ুন প্রথমবারের জন্য বাইডেনের সাফল্য স্বীকার করলেন ট্রাম্প
তবে পুলিশ এই মিছিলের বিরোধিতা করে জানায়, এটা স্বাধীনতা দিবসের কোনও মিছিল নয়। তবে ভিড় হয়েছিল মিছিলে সেটা স্বীকার করেছে পুলিশ। কিন্তু মিছিল থেকে যে গন্ডগোল ছড়াবে সেটা আন্দাজ করেনি পুলিশ। ট্রাম্পপন্থীদের সঙ্গে বিক্ষুব্ধদের ব্যাপক সংঘর্ষ হয়। তারপর রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। গুলিও চলে বলে খবর। পুলিশ চারজনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করে। মোট ২০জনকে পুলিশ গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, একজনকে নৃশংসভাবে ছুরি দিয়ে কোপানো হয়।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন