Advertisment

হার স্বীকার ট্রাম্পের! বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করতে রাজি মার্কিন প্রেসিডেন্ট

বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করতে আধিকারিকদের নির্দেশ দিলেন ট্রাম্প।

author-image
IE Bangla Web Desk
New Update
Donald Trump, ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

বাইডেন নন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনিই জয়ী হয়েছেন বলে বারংবার দাবি করে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভোটে কারচুপির অভিযোগ এনে হুলস্থুল ফেলেও দিয়েছিলেন। কিছুতেই নিজের পরাজয় স্বীকার করতে চাইছিলেন না বর্তমান মার্কিন প্রেসিডেন্ট। শেষমেশ, জো বাইডেনের কাছে একপ্রকার হার স্বীকার করেই নিলেন ডোনাল্ড ট্রাম্প। বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করতে সোমবার আধিকারিকদের নির্দেশ দিলেন ট্রাম্প।

Advertisment

টুইট করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘‘লড়াই করুন, আমার বিশ্বাস আমরা জয়ী হবই। আমাদের দেশের স্বার্থে, আমি এমিলি ও তাঁর টিমকে বলছি, প্রোটোকল অনুযায়ী যা করার প্রয়োজন, তা করা হোক। এটা আমার টিমকেও বলেছি’’।

আরও পড়ুন: ‘সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রেসিডেন্ট’, বাইডেন খোঁচায় বিদ্ধ ট্রাম্প

উল্লেখ্য়, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখে জেনারেল সার্ভিসেস অ্য়াডমিনিস্ট্রেটর এমিলি মার্ফি জানান যে, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া করতে রাজি ট্রাম্প প্রশাসন। এমিলির এই চিঠির পরই টুইট করেন ট্রাম্প। চিঠিতে এমিলি লিখেছেন, তিনি স্বাধীন ভাবেই আইন মোতাবেক সিদ্ধান্ত নিয়েছেন। কারও চাপের মুখে যে তিনি পড়েননি, সেকথাও উল্লেখ করেছেন এমিলি।

প্রসঙ্গত, করোনাকালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই রীতিমতো টানটান ছিল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত হোয়াইট হাউস দখল করে নেন ডেমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্য়ে ৩০৬টি দখল করেন বাইডেন। সেখানে ২৩২টি ইলেক্টোরাল ভোট জোটে ট্রাম্পের ঝুলিতে। জয়ের জয় দরকার ছিল ২৭০টি ইলেক্টোরাল ভোট।

এদিকে, পরাজয় প্রকট হওয়ার পর পরই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সোচ্চার হন ট্রাম্প। পেনসিলভেনিয়া, নেভাডা, মিশিগান, জর্জিয়া, আরিজোনা-সহ একাধিক প্রদেশের ফলাফলকে চ্য়ালেঞ্জ জানান রিপাবলিকানদের প্রেসিডেন্ট পদপ্রার্থী। উইসকনসিনে পুনর্গণনার দাবিও জানান ট্রাম্প।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news Donald Trump
Advertisment