করোনার নয়া স্ট্রেনের হদিশ পাওয়ার পর থেকে আতঙ্কে ভুগছে ব্রিটেন। বহু মানুষের শরীরে মিলেছে এই স্ট্রেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে সোমবার নতুন করে ব্রিটেনে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনার দাপট রুখতে এই পদক্ষেপ করেছে ব্রিটিশ সরকার। জনসন জানিয়েছেন, করোনাভাইরাসের নয়া স্ট্রেন দ্রুতগতিতে ছড়াচ্ছে। আর এই সংক্রমণের গতি রুখতে দ্রুত পদক্ষেপ প্রয়োজন ছিল।
সোমবার দেশবাসীর উদ্দেশে ভাষণে বরিস জনসন বলেন, "আমি আজ এই কারণে আপনাদের উদ্দেশে বলছি, আমাদের হাসপাতালগুলি অতিমারীর প্রকোপ শুরু পর নতুন করে অনেক বেশি চাপের মধ্যে রয়েছে। এতদিন এই ধরনের চাপ ছিল না। তাই দেশজুড়ে লকডাউনই উচিত পদক্ষেপ। গোটা দেশ যখন অতিরিক্ত চাপের মধ্যে রয়েছে তাতে এটা স্পষ্ট যে আমাদের আরও সময় দরকার নয়া এই স্ট্রেনকে কাবু করার জন্য। সরকার আবার আপনাদের আবেদন করছে, দয়া করে ঘরে থাকুন। জাতীয় লকডাউন করা হচ্ছে।"
আরও পড়ুন কোভিড আক্রান্ত সান্টাক্লজের আগমনে মৃত্যু ২৬ জনের
তিনি জানিয়েছেন, আজ, মঙ্গলবার থেকে স্কুল-কলেজ থেকে শুরু অফিস-কাছারি সব বন্ধ থাকবে। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং অন্যান্য জরুরি পরিষেবা চালু থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। তবে এই সময়ের মধ্যে টিকাকরণের কাজ জারি থাকবে। ইতিমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে ব্রিটেন।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন