Advertisment

মারিউপোলে মসজিদে রকেট হামলা রাশিয়ার, শিশু-মহিলা সহ ৮০ জন শরণার্থী আশ্রয়ে ছিলেন

শনিবার আক্রমণের ধার বাড়িয়ে কিয়েভের কাছে ভাসিলকিভে বায়ুসেনা ঘাঁটি রকেট দেগে গুঁড়িয়ে দিল রাশিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Mariupol Mosque shelled by Russian Forces

মারিউপোলে মসজিদে রুশ শেলিং হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে প্রকাশিত হয়েছে।

ইউক্রেনে এবার নতুন করে শক্তি বাড়িয়ে আক্রমণ নামিয়ে আনছে রাশিয়া। শনিবার আক্রমণের ধার বাড়িয়ে কিয়েভের কাছে ভাসিলকিভে বায়ুসেনা ঘাঁটিতে রকেট হানা রাশিয়ার। একইসঙ্গে মারিউপোলে একটি মসজিদে ৮০ জন আশ্রয়ে থাকা অবস্থায় বোমাবর্ষণ করেছে রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, ব্রিটিশ ইন্টেলিজেন্স আগেই ইউক্রেনকে সতর্ক করেছিল, রাশিয়া হামলার ধার বাড়াতে পারে।

Advertisment

এদিনই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, যুদ্ধ এবার রণকৌশলের দিক থেকে অন্য মোড় নিয়েছে। এদিন সকাল থেকে ইউক্রেনের একাধিক শহরে আকাশপথে হামলার সতর্কবার্তা দিয়ে সাইরেন বাজানো হয়েছে। প্রশাসন সাধারণ নাগরিকদের আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে।

তার পর মারিউপোলে মসজিদে রুশ শেলিং হয়েছে বলে সংবাদ সংস্থা রয়টার্সের খবরে প্রকাশিত হয়েছে। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে একটি মসজিদে রকেট বর্ষণ করে রাশিয়া। যার ফলে সেখানে আশ্রয় নেওয়া শরণার্থীরা, বিশেষ করে তুরস্কের নাগরিক, পুরুষ-মহিলা এমনকী শিশু নির্বিশেষে ৮০ জনের প্রাণ সংশয়ে।

ইউক্রেনের অভিযোগ, রাশিয়া মারিউপোলের মানুষকে বের করতে অনুমতি দেয়নি। যার ফলে হাজার হাজার মানুষ বন্দর শহরে আটকে পড়েছেন। পাল্টা রাশিয়া ইউক্রেনকে দোষারোপ করেছে সাধারণ নাগরিকদের সরাতে না পারার জন্য। ইউক্রেনের বিদেশ মন্ত্রক একটি টুইটে জানিয়েছে, সুলতান সুলেইমান এবং তাঁর স্ত্রী রোক্সোলানার স্মৃতি বিজড়িত মসজিদে রকেট হামলা চালিয়েছে রুশ হানাদাররা। ৮০ জনেরও বেশি মানুষ, শিশু বিশেষ করে তুর্কি শরণার্থীরা সেখানে আশ্রয়ে রয়েছে।

আরও পড়ুন মেলিটোপোলের মেয়র অপহরণের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে, গর্জে উঠলেন জেলেনস্কি

অন্যদিকে, সাবেক সোভিয়ে ইউনিয়নের সদস্য কাজাখস্তান এবং তুরস্ক রাশিয়াগামী বিমান বন্ধ করেছে। ইতালি রাশিয়ান ধনকুবের মেলনিচেঙ্কোর প্রমোদতরী বাজেয়াপ্ত করেছে।

Ukraine-Russia War Russia-Ukraine Conflict Mariupol
Advertisment