Shafaq Naaz: বাগদানের পরও ভেঙেছে বিয়ে, দু'বছর পর কার বাহুলগ্না 'মহাভারত' খ্যাত অভিনেত্রী? দেখুন ছবি

Shafaq Naaz New Relationship: ২০২৩ সালে ব্যবসায়ী জীশানের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী শাফাক নাজ। কিন্তু, ভেস্তে যায় বিয়ে। বছর দুয়েক পর ফের প্রেমের জোয়ারে অভিনেত্রী। দেখুন সেই রোম্যান্টিক মুহূর্ত।

Shafaq Naaz New Relationship: ২০২৩ সালে ব্যবসায়ী জীশানের সঙ্গে বাগদান সেরেছিলেন অভিনেত্রী শাফাক নাজ। কিন্তু, ভেস্তে যায় বিয়ে। বছর দুয়েক পর ফের প্রেমের জোয়ারে অভিনেত্রী। দেখুন সেই রোম্যান্টিক মুহূর্ত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

দ্বিতীয়বার প্রেমের জোয়ারে অভিনেত্রী

Shafaq Naaz Boyfriend: শাফাক নাজ, হিন্দি টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ। মহাভারত সহ বেশ কয়েকটি হিন্দি মেগায় অভিনয়ের সৌজন্যে দর্শকমহলে বেশ জনপ্রিয়। তিনি আবার অভিনেতা শিজান খান এবং ফালাক নাজেরও বোন। যদিও মিডিয়া রিপোর্ট মোতাবেক, ভাই-বোনের সম্পর্ক একেবারেই ভাল নয়। তবে এই মুহূর্তে প্রেমের জোয়ারে ভাসছেন টেলি অভিনেত্রী শাফাক নাজ। ২০২৩- এ ব্যবসায়ী জীশানের সঙ্গে বাগদান সেরেও বিয়ে ভেঙে যায়। নিজেকে সামলে ফের ভালবাসার সাগরে ডুব দিয়েছেন শাফাক। সোশ্যাল মিডিয়ায় সাদা কালো আবহে মনের মানুষের সঙ্গে বেশ কয়েকটি মনোক্রম ছবিও পোস্ট করেছেন। আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দিলেও প্রেমিকার নাম আড়ালেই রেখেছেন অভিনেত্রী।

Advertisment

শাফাক নাজের প্রেমকাহিনি

ছবিগুলিতে দু'জনেই যেন একে অপরের চোখে হারিয়ে গিয়েছেন। কখনও প্রিয়তমর বাহুলগ্না তো কখনও আবার প্রেমিকার গালে চুমু এঁকে দিচ্ছেন মনের মানুষ। রোম্যান্টিক মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করে শাফাক লিখেছেন, 'ঘর'। আসলে ঘর বা বাড়ি যাই হোক না কেন সেটা প্রত্যেকের কাছেই খুব শান্তির জায়গা। ভালবাসার মানুষের সঙ্গে সেই শান্তি নীড়ে একান্তযাপনের মুহূর্তকে উপভোগ করছেন প্রেমিকযুগল। তা ছবিতেই বেশ স্পষ্ট। এক নজরে দেখে নিন তাঁদের লাভিডাভি সেই মুহূর্তের ঝলক। 

Advertisment

আরও পড়ুন ছোটবেলায় কার প্রেমে পাগল ছিলেন শতাব্দী? সামনে দেখেও কেন মুখ ফিরিয়ে চলে এসেছিলেন?

শুভেচ্ছায় ভাসছেন প্রেমিকযুগল

'মহাভারত' ধারাবাহিকের এই অভিনেত্রীর পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং বহু সেলিব্রিটি কমেন্টবক্সে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। ফারনাজ শেট্টি লিখেছেন, 'এখন তো অফিসিয়াল! কিউটিজ, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ঈশ্বর তোমাদের দু’জনকে সবসময় রক্ষা করুক ও ভালবাসুক।' জসবীর কৌরও অভিনন্দন জানিয়েছেন। শুধু ইন্ডাস্ট্রির সতীর্থরাই নয়, বহু ভক্তও শাফাককে জীবনের নতুন সূচনার জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন 'আমি ভাবিনি...', সম্পর্কে সিলমোহর পরতেই প্রকাশ্যে মাখমাখ প্রেমের ভিডিও, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

বিয়ে ভেঙেছিল শাফাকের

অভিনেত্রী শাফাক নাজ বেশ কিছু টিভি শো ও সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালে তিনি ওমানের ব্যবসায়ী জীশানের সঙ্গে বিগ ফ্যাট ওয়েডিং-এর পরিকল্পনা করেছিলেন। কিন্তু, বাগদানের পর হয় স্বপ্নভঙ্গ। 'বম্বে টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে শাফাক বলেছিলেন, 'বিয়ে শুধু দুই ব্যক্তির নয় দুই পরিবারের মিলনও। সেক্ষেত্রে মতভেদ হওয়াটাও স্বাভাবিক। প্রতিটি পরিবারেই বিয়ের সময় কিছু না কিছু সমস্যা থাকে, বিশেষ করে লাভ ম্যারেজে। দুর্ভাগ্যবশত, আমাদের পরিবারগুলির মধ্যেও কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে আমি কাউকে দোষ দিতে চাই না।'

আরও পড়ুন  'আমারও তো ইচ্ছে...', প্রেম প্রকাশ্যে এনেও কেন প্রেমিকের মুখে ইমোজি? কারন বাতলে দিলেন 'মা' খ্যাত তিথি

Shafaq Naaz mahabharata