Actress Love Story: 'আমি ভাবিনি...', সম্পর্কে সিলমোহর পরতেই প্রকাশ্যে মাখমাখ প্রেমের ভিডিও, মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী

Bollywood Love Story: অর্চনা পুরনা সিংয়ের মতো তাঁর ছেলেও নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন। সেখানেই প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন অর্চনা পুত্র আরিয়ামান। দেখে নিন অভিনেতার প্রেমিকাকে।

Bollywood Love Story: অর্চনা পুরনা সিংয়ের মতো তাঁর ছেলেও নিজের ইউটিউব চ্যানেল লঞ্চ করেছেন। সেখানেই প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন অর্চনা পুত্র আরিয়ামান। দেখে নিন অভিনেতার প্রেমিকাকে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কার সঙ্গে প্রেম করছেন অর্চনা পুত্র?

Archana Puran Singh son Love Story: রূপোলি দুনিয়ার তারকাদের প্রেম নিয়ে সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ। সম্পর্কের ভাঙা-গড়ার নানা কাহিনি উঠে আসে পেজ ৩-এর খবরে। কোন নায়ক-নায়িকার মধ্যে গড়ে উঠল তা জানতে সদা আগ্রহী সিনেপ্রেমীরা। অভিনেত্রী ও সঞ্চালিকা অর্চনা পুরান সিংয়ের ছেলে আরিয়ামান শেঠিও মায়ের পথেই হেঁটে লঞ্চ করলেন নিজের ইউটিউব চ্যানেল। এক সপ্তাহ পর সকলকে চমকে দিলেন অর্চনা পুত্র। পরিচয় করিয়ে দিলেন মনের মানুষের সঙ্গে। মডেল-অভিনেত্রী যোগিতা বিহানির সঙ্গে সম্পর্কে রয়েছেন আরিয়ামান শেঠি। মাখমাখ প্রেমের মুহূর্তের কোলাজে ভ্লগের মাধ্যমে প্রকাশ্যে আনলেন প্রেমকাহিনি। 

Advertisment

আরও পড়ুন আত্মহত্যার চেষ্টার পর ফের কাছাকাছি, সাগরপাড়ে হিরো আলম-রিয়া মনির উত্তাল প্রেম! দেখুন ভিডিও

Advertisment

লেটেস্ট ভিডিও-তে দেখা যাচ্ছে, হায়দরাবাদে প্রেমিকাকে সারপ্রাইজ দিতে যাচ্ছেন। সেখানে শুটিং করছেন যোগিতা। হোটেলে ফুলের তোড়া নিয়ে আরিমানকে দেখে হতবাক যোগিতা। এরপর একসঙ্গে প্রেমের গল্প শেয়ার করেন। তঁদের সিনেমা দেখতে যাওয়া থেকে শপিং আর ডিনার ডেটের মুহূর্তও রয়েছে এই ভিডিওতে। যোগিতা আর আরিয়ামান একসঙ্গে একটি মিউজিক ভিডিও Chhoti Baatein-তে কাজ করেছিলেন। তখনই তাঁদের সম্পর্ক নিয়ে কানাঘুষো শোনা যায়। অবশেষে ভ্লগের মাধ্যমেই সম্পর্কে সিলমোহর দিলেন যোগিতা-আরিমান। 

হিন্দুস্তান টাইমসকে যোগিতা সম্পর্কের কথা স্বাকীর করে বলেছেন, 'আমরা ডেট করছি। তবে এত তাড়াতাড়ি বিষয়টা প্রকাশ্যে চলে আসবে ভাবিনি। আমার কাছে এটা সত্যিই সারপ্রাইজ। আরিমান আমার সঙ্গে দেখা করতে এসে সম্পর্কে সিলমোহর দিয়ে দেবেন এটা সত্যিই ভাবিনি।'

আরও পড়ুন শেফালিকে ছাড়া প্রতিটি রাত...! স্ত্রীর অনুপস্থিতিতে ফাঁকা ঘরে হাহাকার তারকা স্বামী পরাগের

২০২০ সালে কমেডি থ্রিলার মুভি AK vs AK দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর বিক্রম ভেদা, দ্য কেরালা স্টোরিতে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন যোগিতা। সিনেমার পাশাপাশি হিন্দি মেগা দিল তো হে দিল-এ ডঃ পলক শর্মার চরিত্রে নজর কেড়েছিলেন। এছাড়াও অংশ নিয়েছেন কিছু রিয়্যালিটি শো-তেও। কাজ করেছে মিউজিক ভিডিও-তেও। সম্প্রতি পরিবারের সঙ্গে দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন আরিয়ামান। সেখান থেকে ভ্লগ শেয়ার করেছিলেন সেলেব মম অর্চনা পুরান সিং। হলিডে মুডের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিতেন অর্চনা। হোটেল ৬২ তলায় ছিলেন তাঁরা। দুবাইয়ের শপিং মল থেকে করেছেন কেনাকাটা। 

আরও পড়ুন সন্তানের লোভে প্রেমিকাকে ছেড়ে অন্যত্র বিয়ে, কিংবদন্তী প্রেমিকযুগলের ট্রাজিক লাভ স্টোরিতে চোখে জল আসবে

Bollywood News Bollywood Couple