
গোটা রাজ্যেই করোনা নতুন করে আক্রান্তের গতি কমেছে। দৈনিক সংক্রমিতের হার ১০ বাজারের নীচে। বাংলায় সংক্রমণের পজিটিভি রেট ২৬.৪৩ শতাংশ।
করোনার পজিটিভিটি রেটে দেশের মধ্যে শিখর ছুঁয়েছে বাংলা। ওমিক্রন আক্রান্তের নিরিখেও উদ্বেগ বাড়ছে।
করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে মাত্রাছাড়া সংক্রমণ। কলকাতার পাশাপাশি একাধিকজেলার সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক।
Omicron Cases in Bengal: আশঙ্কা সত্যি করে দেশে কোভিডের তৃতীয় ঢেউ চলছে।