
আম্বানি বোমাতঙ্ক কাণ্ডে ধৃত পুলিশ আধিকারিক শচীন ওয়াজেকে ৩ এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠাল আদালত।
বিশেষ এনআইএ আদালতে তদন্তকারীরা অভিযোগ করেছিলেন, সহযোগিতা করছেন না শচীন ভাজে। প্রতিবার জেরার সময় তাঁর আইনজীবীর উপস্থিতি চেয়ে সুর চড়াচ্ছেন…
অ্যান্টিলায় বোমাতঙ্কের ঘটনায় স্করপিও গাড়িটিকে এসকর্ট করে নিয়ে আসে একটি সাদা গাড়ি। সেই গাড়ি চালাচ্ছিলেন শচীন নিজেই।
মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলার সামনে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধারের ঘটনায় অভিযুক্ত শচীন ভাজে।