
লোকসভা নির্বাচনের আর দুই বছরও নেই। তার আগে বিরোধী ঐক্য ঝালিয়ে নেওয়ার এটাই সময় বলেই মার্গারেট আলভা জানিয়েছেন।
“আমি বিশ্বাস করি, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সাহসের প্রতিমূর্তি, বিরোধীদের পাশে থাকবেন।” টুইটে লিখেছেন ইন্দিরা-রাজীব এবং নরসিমা রাও মন্ত্রিসভার সদস্য মার্গারেট।
বিরোধী শিবিরের উপরাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের রবিবারের বিরোধী বৈঠকে আশ্চর্যজনকভাবে তৃণণূলের কোনও প্রতিনিধি হাজির ছিলেন না।
মার্গারেট আলভার নামে সিলমোহর দিয়েছে এনসিপি, সমাজবাদী পার্টি, শিবসেনা, সিপিএম, সিপিআই, আরজেডি, কংগ্রেসের মতো ১৭টি বিরোধী দল।