/indian-express-bangla/media/media_files/2025/09/21/cats-2025-09-21-12-45-15.jpg)
জুবিনকে শ্রদ্ধার্ঘ
Swiggy Zomato Blinkit-Zubeen Garg Tribute: 'ইয়া আলি' খ্যাত গায়ক জুবিন গর্গের প্রয়াণে শোকস্তব্ধ অসম। প্রিয় শিল্পীর মৃত্যুতে ভক্তরা শোকাহত। অসম সরকারও তিনদিনের রাজ্য শোকপালনের ঘোষণা করেছে। জুবিন গর্গের অকাল মৃত্যুতে সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কইটসহ অনলাইন ফুড ডেলিভারি এবং কুইক কমার্স প্ল্যাটফর্মগুলোও তাঁর স্মরণে বিশেষ শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। বিশিষ্ট গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুইগি, জোম্যাটো এবং ব্লিঙ্কইট রাজ্যজুড়ে পরিষেবা স্থগিত রেখেছে।
সুইগি একটি পপ-আপ বার্তায় জানিয়েছে, 'দুঃখিত! রেস্তোরাঁগুলি বর্তমানে অর্ডার নিচ্ছে না। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।' একইসঙ্গে জোম্যাটো অ্যাপে ভেসে উঠছে, 'অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন।' এছাড়াও ব্লিঙ্কইট অ্যাপ খুললে দেখা যাচ্ছে, 'বর্তমানে পরিষেবা পাওয়া যাচ্ছে না।' অসমের মুখ্যমন্ত্রীর তরফে আগেই ঘোষণা করা হয়েছিল এই তিনদিন শোকপালনের সময় কোনও সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান বা জনসমাগমের উৎসব অনুষ্ঠিত হবে না। শুধু জরুরি পরিষেবায় কোনও নিষেধাজ্ঞা থাকবে না।
আরও পড়ুন জুবিনের মৃতদেহ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি-পুলিশের লাঠিচার্জ! কান্না ভেজা গলায় জুবিনের স্ত্রীর আর্জি...
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনদিন রাজ্য শোকপালনের নির্দেশ দিয়েছেন। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'অসমের চিরন্তন কণ্ঠ জুবিন গর্গের স্নেহময় স্মৃতিতে, শ্রদ্ধার নিদর্শনস্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী ড. @himantabiswa নির্দেশ দিচ্ছেন ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য শোক পালন করা হবে। এই সময়ে সমস্ত সরকারি বিনোদন, আনুষ্ঠানিক কর্মসূচি এবং জনউৎসব স্থগিত থাকবে।'
তিনি আরও জানিয়েছেন, 'অসম সরকার প্রিয় জুবিনের মৃত্যুতে শোকাহত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছে। তাঁর উত্তরাধিকার আমাদের হৃদয়ে চিরকাল অনুরণিত হবে। 'সেবা সপ্তাহ' (Sewa Saptah)-এর আওতায় জরুরি পরিষেবামূলক কার্যক্রম চলবে। তবে আনুষ্ঠানিক বা সুবিধা-বণ্টনমূলক অনুষ্ঠান স্থগিত রাখা হবে।'
প্রসঙ্গত, রবিবার কফিন বন্দি জুবিনের নিথর দেহ দিল্লি থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়। সেখানেই ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানান। জুবিনের বাড়িতে দেহ এসে পৌঁছতেই সেখানে অনুরাগীদের উপচে পড়া ভিড়। প্রিয় শিল্পীকে শেষবার এক ঝলক দেখার চেষ্টা। ৫২ বছর বয়সী জুবিনকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাবিত্র মার্ঘেরিতা-ও IGI বিমানবন্দরে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান।