/indian-express-bangla/media/media_files/2025/09/21/qerewrw-2025-09-21-12-03-05.jpg)
স্ত্রীর আর্জি
Zubeen Garg-Garima Saikia: ১৯ সেপ্টেম্বর চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন 'ইয়া আলি' খ্যাত কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গর্গ। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ বিনোদুনিয়া। জুবিন নেই, এই কথা যেন এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে অনুরাগীদের। জুবিনের দেহ ময়নাতদন্তের পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরবে, তারপর হবে শেষকৃত্য। এক্স হ্যান্ডেলে শনিবার এমনই জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার কফিন বন্দি জুবিনের নিথর দেহ দিল্লি থেকে গুয়াহাটি নিয়ে আসা হয়। সেখানেই ভক্তরা তাঁকে শ্রদ্ধা জানান। জুবিনের বাড়িতে দেহ এসে পৌঁছতেই সেখানে অনুরাগীদের উপচে পড়া ভিড়। প্রিয় শিল্পীকে শেষবার এক ঝলক দেখার চেষ্টা।
৫২ বছর বয়সী জুবিনকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাবিত্র মার্ঘেরিতা-ও IGI বিমানবন্দরে প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানান। পিটিআই সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার থেকেই শত শত মানুষ লোকপ্রিয় গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে জড়ো হয়েছিলেন। ভিড়ের মধ্যে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে পুলিশ হালকা লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে।
এরপর গায়কের মরদেহ প্রায় দেড় ঘণ্টার জন্য তাঁর বাসভবনে রাখা হয়। সেখানেই পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানান। এরপর মরদেহ আরজুন ভোগেশ্বর বরুয়া স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। যেখানে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানুষ শ্রদ্ধা নিবেদন করতে পারবেন। গায়কের শেষকৃত্যের বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি। অসম সরকার এই বিষয়ে গর্গের পরিবার ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করবে। রবিবাসরীয় সন্ধ্যায় রাজ্যের মন্ত্রিসভা বৈঠকে দাহস্থল নির্ধারণ করা হবে।
#WATCH | Assam | Fans of singer Zubeen Garg gather outside his residence in Guwahati following his demise in a scuba accident in Singapore on 19 September.
— ANI (@ANI) September 21, 2025
The mortal remains of Zubeen Garg are being brought to Guwahati after they arrived in Delhi earlier today. pic.twitter.com/DAlYnt26tn
জুবিনের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে তাঁর স্ত্রী গরিমা সাইকমের গর্গ ভক্তদের উদ্দেশে করজোড়ে আর্জি, স্বামীর শেষ যাত্রা যেন শান্তিপূর্ণ হয়। তিনি বলেন, 'আমি সকলের কাছে একসঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। জুবিন অবশেষে ঘরে ফিরছে। যখন সে আমাদের সঙ্গে ছিল আপনারা সবাই তাকে ভালবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিয়েছিলেন। আর জুবিনও সেই ভালবাসা আপনাদের ফিরিয়ে দিয়েছিল। আমি আশা করি তাঁর শেষকৃত্য শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। পুলিশ ও রাজ্য প্রশাসন এই সময়ে আমাদের পূর্ণ সহায়তা করছে।'
#WATCH | Assam | Mortal remains of singer Zubeen Garg being taken to his residence after being brought to Guwahati airport from Delhi.
— ANI (@ANI) September 21, 2025
Zubeen Garg passed away in a scuba accident in Singapore on 19 September. pic.twitter.com/FzSZPF2oQp
জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রসঙ্গে তিনি যোগ করেন, 'সিদ্ধার্থ, যিনি ভাইয়ের মতো ছিলেন তিনিও সঙ্গে আসবেন। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন ২০২০ সালে যখন জুবিনের মারাত্মক খিঁচুনি হয়েছিল তখন ওকে মুম্বই নিয়ে যেতে হয়েছিল। লকডাউনের সময় যখন সবকিছু বন্ধ ছিল সিদ্ধার্থ নিশ্চিত করেছিলেন যেন আমাদের খাওয়াদাওয়ায় কোনও কষ্ট না হয় এমনকি জুবিনকে বাসে করে মুম্বই থেকে ফিরিয়ে এনেছিলেন।'
💐 At IGI Airport in Delhi, CM @himantabiswa accompanied by other officials, sang the iconic song “Mayabini” as a mark of respect and to honor Zubeen Garg’s immense contribution to Assamese culture. #ZubeenGarg#ZubeenGargNoMore#Assam#Zubeenpic.twitter.com/js0AUJvZt3
— Sanjib Hazarika (@bjpsaanjib) September 20, 2025
আরও বলেন, 'যখনই কেউ সিদ্ধার্থকে সমালোচনা করত, জুবিন সবসময় তাঁর পাশে দাঁড়াত। আমি অনুরোধ করছি আপনারা যেন সিদ্ধার্থকে জুবিনের শেষ যাত্রায় থাকতে বাধা দেবেন না। দয়া করে, আমি সবাইকে অনুরোধ করছি সিদ্ধার্থের প্রতি নেতিবাচক অনুভূতি দূরে সরিয়ে রাখুন। আগামীকাল আমার আপনজনদের প্রয়োজন হবে আর আমার সিদ্ধার্থের সমর্থনও দরকার। ও ছাড়া আমি সব সামলাতে পারব না।'
নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে স্কুবা ডাইভিংয়ের সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, গায়কের মৃত্যু হয়েছিল সমুদ্রে লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়ে। পিটিআই-কে দেওয়া বক্তব্যে শর্মা বলেন, ' লাইফ জ্যাকেট ছাড়া সাঁতার কাটতে গিয়ে জুবিনের মৃত্যু হয়েছে।' তিনি যোগ করেন, সিঙ্গাপুর কর্তৃপক্ষ জুবিনের সঙ্গে সাঁতার কাটতে যাওয়া প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করবে।
আরও পড়ুন ময়নাতদন্তের পর দেশে ফিরবে জুবিনের দেহ-শেষকৃত্যের আয়োজন, আর কী জানালেন অসমের মুখ্যমন্ত্রী?
শর্মা আরও জানান, একটি ভিডিও রয়েছে যেখানে দেখা যাচ্ছে জুবিন ইয়ট থেকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। ভিডিওর ১.২৬ মিনিটের পর তাঁকে আবার ইয়টে ফিরতে দেখা যায়। রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয়বার সমুদ্রে ঝাঁপানোর সময় তিনি লাইফ জ্যাকেট খুলে ফেলেন। কারণ লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতে অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণ পরই অচেতন অবস্থায় ভেসে ওঠে জুবিনের দেহ। তড়িঘড়ি তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ভারতীয় সময় দুপুর ২.৩০ টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।