/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-2025-09-20-10-58-05.jpg)
ম্যানেজার শ্যামকানু মহন্তর বিরুদ্ধে এফআইআর দায়ের
Zubeen Garg Death Case: ১৯ সেপ্টেম্বর শুক্রের দুপুরে লেজেন্ডারি সংগীতশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত কাশ্মীর টু কন্যাকুমারী। প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী কেকে-র স্মৃতি উসকে অন্য শহরে পারফর্ম করতে গিয়ে আর ফেরা হল না জুবিনের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনা মৃত্যুর কোলে ঢলে পড়েন জুবিন। তড়িঘড়ি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দেন অসমিয়া সংগীতের কিংবদন্তি শিল্পী জুবিন গর্গ। হিন্দি ও বাংলা সংগীতের দুনিয়াতেও জুবিনের অনবদ্য অবদান অনস্বীকার্য। তাঁর অকাল প্রয়াণে উঠে আসছে গাফিলতির অভিযোগ। লেটেস্ট মিডিয়া রিপোর্ট মোতাবেক, ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের ম্যানেজার শ্যামকানু মহন্তর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
উত্তর-পূর্ব ভারতের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গুয়াহাটির মোরিগাঁও থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী রতুল বরা। অভিযোগ, জুবিনের অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল চূড়ান্ত গাফিলতি। ইভেন্ট ম্যানেজারের অবহেলাই জুবিনের মর্মান্তিক মৃত্যুর অন্যতম কারণ। এফআইআর-এ অন্তর্ভুক্ত রয়েছে মহন্তর বিরুদ্ধে ফৌজদারি অবহেলা বা অপরাধমূলক অবহেলার অভিযোগও। মিডিয়া রিপোর্ট মোতাবেক, শুক্রবার দুপুরে জুবিন সিঙ্গাপুরে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন।
এরপর তিনি সাঁতার কাটতে নেমেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তিনি লাইফ জ্যাকেট ছাড়াই নাকি জলে নেমেছিলেন। জুবিনকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি। জুবিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সিঙ্গাপুরেই রয়েছে। শনিবার শেষকৃত্যের জন্য অসমে পাঠানো হবে বলেই খবর।
আরও পড়ুন জাতীয় পতাকা থেকে ভারতরত্নকে অসম্মান, আর কোন বিতর্কে জড়ান প্রয়াত সংগীতশিল্পী জুবিন?
জুবিনের মৃত্যুর পর এক বিবৃতিতে শ্যামকানু বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় আইকন জুবিন গর্গ আজ দুপুর ২:৩০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পরশুই জুবিন সিঙ্গাপুরে পৌঁছেছিলেন। আগামীকাল তিনি উৎসবে আমাদের সঙ্গে, ভক্তদের সঙ্গে দেখা করার ও আড্ডা দেওয়ার কথা ছিল। আজকের দিনটিতে আমাদের পুরো টিম সিঙ্গাপুরের শীর্ষ শিল্পপতি ও নীতিনির্ধারকদের সঙ্গে শাংরিলা হোটেলে বৈঠকে ব্যস্ত ছিল। উত্তর-পূর্ব ভারতে বিনিয়োগ আনার প্রসঙ্গ নিয়ে আলোচনা চলছিল।'
আরও পড়ুন পারফর্মের আগেই থামল সুরেলা সফর, অকাল প্রয়াণ বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গর্গের
আরও যোগ করেন, 'বৈঠকের মাঝেই আমরা জুবিনের ম্যানেজারের কাছ থেকে ফোন পাই যে তিনি দুর্ঘটনায় কবলে এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়েই আমাদের টিম হাসপাতালে ছুটে যায় এবং সেই সময় থেকেই আমরা হাই কমিশনের সঙ্গে মিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা পরে জানতে পেরেছি ওখানে স্থানীয় অসমীয়া সম্প্রদায়ের কয়েকজন তাঁকে ইয়াচে ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। যদিও সেই বিষয়ে আমরা কিছু জানতাম না। জুবিনের মৃত্যু একটা বিরাট ক্ষতি যা ভাষায় প্রকাশ করা যায় না। এই অপ্রত্যাশিত ঘটনার জন্য আজকের অনুষ্ঠান বাতিল করছি। জুবিন গর্গের আত্মার চিরশান্তি কামনা করি। ওঁম শান্তি।'