Canara robeco share price: শেয়ার বাজারে ৫% প্রিমিয়ামে আত্মপ্রকাশ কানাড়া রোবেকোর, চওড়া হাসি বিনিয়োগকারীদের মুখে

কানাড়া রোবেকো এএমসি (Canara Robeco AMC) শেয়ার আজ এনএসই (NSE) ও বিএসই (BSE)-তে ২৮০.২৫ টাকা দরে লিস্টেড হয়েছে। যা IPO প্রাইস ২৬৬ টাকার তুলনায় ৫% বেশি।

কানাড়া রোবেকো এএমসি (Canara Robeco AMC) শেয়ার আজ এনএসই (NSE) ও বিএসই (BSE)-তে ২৮০.২৫ টাকা দরে লিস্টেড হয়েছে। যা IPO প্রাইস ২৬৬ টাকার তুলনায় ৫% বেশি।

author-image
IE Bangla Web Desk
New Update
Canara Robeco share price

Canara Robeco share price: বাড়ল কানাড়া রোবেকোর শেয়ারের মূল্য।

Canara robeco share price: আজ শেয়ার বাজারে নতুন অতিথি হিসেবে আত্মপ্রকাশ করল Canara Robeco Asset Management Company (AMC)। কোম্পানির শেয়ার NSE এবং BSE-তে ২৮০.২৫ টাকা দরে লিস্টেড হয়েছে। যা তাদের IPO প্রাইস ২৬৬ টাকা থেকে প্রায় ৫.৪% বেশি। এই ভারসাম্যপূর্ণ শুরু, বিনিয়োগকারীদেরকে ইতিবাচক বার্তা দিয়েছে।

Advertisment

লিস্টিংয়ের দিনে Canara Robeco AMC-এর মার্কেট ক্যাপ দাঁড়িয়েছিল ৫,৭৮৩.১১ কোটি টাকা। স্টক খোলার পর বেশ কিছুটা সময় ভালো ট্রেডিং হয়েছে। যা বোঝায় যে বিনিয়োগকারীরা কোম্পানির দীর্ঘমেয়াদি বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী। বাজার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের 'মিডল-গ্রাউন্ড' লিস্টিং ইঙ্গিত দেয় — কোম্পানির প্রতি ক্রেতাদের আগ্রহ আছে। তবে, এই ব্যাপারে বিনিয়োগকারীরা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিচ্ছেন।

আরও পড়ুন- বাড়ল অ্যাক্সিসের শেয়ারের দাম! বিরাট আশা ব্রোকারেজ হাউসগুলোর

Canara Robeco AMC-এর IPO বাজারে ব্যাপক সাড়া ফেলেছিল। অক্টোবর ৯ থেকে ১৩ তারিখের মধ্যে পাবলিক ইস্যুটি ৯.৭৪ গুণ সাবস্ক্রাইব হয়েছে। এর আগেই, কোম্পানি ৩৯৮ কোটি টাকা অ্যাঙ্কর ইনভেস্টরদের থেকে তুলেছে। যা ইস্যুর প্রতি শক্তিশালী আস্থা তৈরি করেছে বলেই বিশেষজ্ঞদের ধারণা। 

Advertisment

আরও পড়ুন- পারসিস্টেন্ট সিস্টেমসের ২য় ত্রৈমাসিকেও দুর্দান্ত ফল, আশায় বিনিয়োগকারীরা

কোম্পানির মালিকানা কাঠামো

এই IPO ছিল সম্পূর্ণ Offer for Sale (OFS), অর্থাৎ কোনও নতুন শেয়ার ইস্যু করা হয়নি। এর ফলে, বিক্রয়লব্ধ অর্থ সরাসরি বর্তমান শেয়ারহোল্ডারদের কাছেই রয়ে গেছে। প্রমোটারদের অংশীদারি লিস্টিংয়ের আগে কানাড়া ব্যাংকের কাছে ছিল (Canara Bank) ৫১% শেয়ার। জাপানের সংস্থার (Orix Corporation, Japan) কাছে ছিল বাকি অংশীদারি। এই লিস্টিংয়ের মাধ্যমে Canara Bank এবং Orix উভয়েরই বাজারমূল্য (market value) বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন- ড্রোনের সাহায্যে মেল ডেলিভারি, এবার বিরাট পদক্ষেপের পথে ইন্ডিয়া পোস্ট

Canara Robeco AMC-এর IPO প্রাইস ব্যান্ড নির্ধারিত ছিল ২৫৩ টাকা থেকে ২৬৬ টাকার মধ্যে। শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার আগে থেকেই কোম্পানির ধারাবাহিক রিটার্ন, শক্তিশালী ব্র্যান্ড ব্যাকিং এবং AMC সেক্টরে অবস্থান নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ দেখা গিয়েছিল। ব্রোকারেজ হাউসগুলি মনে করছে, এই লিস্টিং প্রিমিয়াম বাস্তবোচিত (healthy yet realistic)— কারণ অত্যধিক হাই ওপেনিং-এর পর অনেক সময় শেয়ারের দাম পড়ে যায়, যা এখানে ঘটেনি।

আরও পড়ুন- দীপাবলির আগে ভারতে রূপার দামে ব্যাপক উত্থান, নতুন রেকর্ড ছুঁল MCX Silver ও Gold

বেশ কয়েকজন রিটেল বিনিয়োগকারী জানিয়েছেন, ৫% প্রিমিয়ামকে তারা 'আদর্শ ওপেনিং' হিসেবে দেখছেন। কারণ এতে লাভও হয়েছে, আবার ভবিষ্যতে বৃদ্ধির সম্ভাবনাও থেকে যাচ্ছে। একজন বিশ্লেষকের কথায়, 'Overheated listing নয়, এটা balanced listing। আর, সেটাই আজকের বাজারে সবচেয়ে কাম্য।' 

Disclaimer: এই প্রতিবেদন বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগের আগে সার্টিফায়েড ফাইন্যান্স এক্সপার্টের পরামর্শ নিন।

Share Price