DA Hike Update: দিওয়ালি আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট উপহার মোদী সরকারের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতার (DA) ঘোষণা করেছে কেন্দ্র। সারা দেশে এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীরা কেন্দ্রের এই ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কেন্দ্রের এই ঘোষণার ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডি.এ-এর ফারাক বেড়ে দাঁড়াল ৩৯ শতাংশ।
আজ দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। যাতে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে মেলে সবুজ সংকেত। এর পরই সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় সরকারি কর্মীদের সুখবরের ঘোষণা করেন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অক্টোবরে বর্ধিত বেতন পাবেন, এর সাথে তারা ৩ মাসের বকেয়া ডি.এ পাবেন।
আকাশে 'হান্টার মুন'! ১৫ শতাংশ বড় দেখাবে চাঁদ, বিরল এই দৃশ্য কবে, কখন?
ডিএ বেড়ে ৫৩ শতাংশ হয়েছে
কেন্দ্রীয় সরকারে কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ বর্তমান ৫০ শতাংশ। আজ মন্ত্রিসভা ৩ শতাংশ ডি.এ বাড়ানোর অনুমোদন দেওয়ায় তা বেড়ে হল ৫৩ শতাংশে। জানা গেছে, কেন্দ্রীয় সরকার প্রতি বছর জানুয়ারি ও জুলাই মাসে তার কর্মীদের মহার্ঘ ভাতা দুবার বাড়ায়। যা যথাক্রমে মার্চ ও অক্টোবরে ঘোষণা করা হয়।
উপকৃত হয়েছেন ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী
বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এখন সরকার তা ৩% বাড়িয়েছে, তাই ১ জুলাই, ২০২৪ থেকে ৫৩% ডিএ কার্যকর হয়েছে। এতে উপকৃত হবেন ১ কোটির বেশি সরকারি কর্মচারী। এই মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে, এক কোটি কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীরা তিন মাসের বকেয়া এবং বর্ধিত ডিএ সহ অক্টোবর মাসের বেতন পাবেন।
স্বপ্নাদেশে পুজো শুরু করেন বণিক, মা তারার আবির্ভাব দিবসে তারাপীঠে লোকারণ্য