Bank Holidays in October 2024:অক্টোবরে মাস পড়তে চলেছে। অক্টোবর মানেই উৎসবের মেজাজ। আর তাতে গা ভাসাতে তৈরি আপামোর বাঙালি। তবে উৎসবের মাসে কপালে চিন্তার ভাঁজ ফেলবে আজকের এই প্রতিবেদন। কারণ আগামী মাসে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক । ফলে ব্যহত হবে পরিষেবা। কাজেই উৎসবের দিনগুলিতে টেনশিন ফ্রি থাকতে আগে ভাগেই সেরে ফেলুন গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজকর্ম।
আগামী মাসে অর্ধেকদিনই বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কিং পরিষেবা। উৎসবের মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে আরবিআই। আপনি এই তালিকা দেখে পরের মাসের জন্য আপনার প্রয়োজনীয় ব্যাঙ্কিং কাজের পরিকল্পনা সেরে রাখতে পারেন।
ভয়াবহ 'এয়ার স্ট্রাইক'! কেঁপে উঠল গোটা এলাকা, মুহূর্তেই শ্মশানের নিস্তব্ধতা!
অক্টোবরে উৎসবের কারণে টানা কয়েকদিন বন্ধ থাকবে ব্যাংকগুলি। এমন পরিস্থিতিতে, আপনার অবশ্যই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকায় চোখ বুলিয়ে নেওয়া দরকার। নাহলে ব্যাঙ্ক বন্ধের কারণে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।
প্রায় ১৫ দিন ব্যাঙ্ক ছুটি
আরবিআই প্রতি মাস শুরুর আগে ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। তালিকা অনুযায়ী অক্টোবরে ৩১ দিনের মধ্যে প্রায় ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে শনি ও রবিবারের ছুটির পাশাপাশি উৎসবের ছুটিও রয়েছে। জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের কারণে অক্টোবরে একদিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকবে। গান্ধী জয়ন্তী, দুর্গাপূজা, দশেরা, লক্ষ্মী পূজান দীপাবলির কারণে বিভিন্ন দিনে ছুটি থাকবে ব্যাঙ্ক।
কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন তালিকা
১ অক্টোবর - বিধানসভা নির্বাচনের কারণে জম্মুতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
২ অক্টোবর - গান্ধী জয়ন্তী উপলক্ষে সারা দেশে ব্যাঙ্কগুলিতে বন্ধ থাকবে।
৩ অক্টোবর - নবরাত্রি শুরু হওয়ার জন্য জয়পুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৬ অক্টোবর - রবিবার হওয়ার সেদিন সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১০ অক্টোবর - সেদিন আগরতলা, গুয়াহাটি, কোহিমা এবং কলকাতায় দুর্গাপুজোর জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১১ অক্টোবর - সেদিন মহাষ্টমী-মহানবমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১২ অক্টোবর - সেদিন সারা দেশে বিজয়া দশমী থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।
১৩ অক্টোবর - সেদিন রবিবার থাকায় ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে।
১৪ অক্টোবর - এদিন গ্যাংটকে দাসেন উৎসব বা দুর্গাপুজোর কারণে ছুটি।
১৬ অক্টোবর - আগরতলা ও কলকাতায় লক্ষ্মীপূজার কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ অক্টোবর - বেঙ্গালুরু ও গুয়াহাটিতে মহর্ষি বাল্মীকী ও কাটি বিহুর কারণে ব্যাঙ্কে ছুটি।
২০ অক্টোবর - রবিবার, তাই সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ।
২৬ অক্টোবর - চতুর্থ শনিবার হিসেবে এদিন দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
২৭ অক্টোবর - রবিবার, তাই সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
৩১ অক্টোবর - দীপাবলী বা কালীপুজো। উৎসবের আবহে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
'সিংহের তেজ' কংগ্রেসের! 'আহত বাঘ' হয়েও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি
অক্টোবরে সবমিলিয়ে মোট ১৫ দিনের জন্য ব্যাঙ্ক বন্ধ থাকছে। জানিয়ে রাখি যে সারা দেশে ১৫ দিন ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে না। RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া ছুটির তালিকা অনুসারে, এই ছুটিগুলি ঘোষণা করা হয়েছে বিভিন্ন রাজ্যে আয়োজিত উৎসবের দিনের তালিকা মেনে। একই সময়ে, আরবিআই-এর নির্দেশিকা অনুসারে, রবিবার ছাড়াও মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।