Advertisment

Hezbollah Israel War: সংঘাত চরমে! ইজরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ

Hezbollah Israel War: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। র আগে ইজরায়েল শুক্রবার লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায়। যাতে অনেক ভবন তাসের ঘরের মত ভেঙে পড়ে। এই হামলায় ছয়জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Hassan Nasrallah

ইজরায়েলের বিমান হামলায় নিহত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ

Hezbollah Israel War: ইজরায়েলের বিমান হামলায় নিহত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। ইজরায়েল-হিজবুল্লাহ সঙ্কট শুক্রবার এবং শনিবারের মধ্য রাতে গভীর হয়েছে।  কারণ ইজরায়েলি যুদ্ধবিমান বৈরুতের আবাসিক ভবনগুলিকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলায় নিহত হয়েছেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। সেই সময় তিনি ভূগর্ভস্থ আস্থানায় হিজবুল্লাহর সদর দফতরে একটি বৈঠক করছিলেন। 

Advertisment

লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি  লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। শনিবার সকালেও দক্ষিণ বৈরুতে  হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করা ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েল সেনা। এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান মহম্মদ আলী ইসমাইল নিহত হয়েছেন। এছাড়া ইজরায়েলি হামলায় মহম্মদ আলী ইসমাইলের ডেপুটি হুসেইন আহমেদ ইসমাইলও নিহত হয়েছেন। ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে যে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলার পেছনে মাস্টার মাইন্ড ছিলেন এই মহম্মদ ইসমাইল। এর আগে ইজরায়েল শুক্রবার লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায়। যাতে অনেক ভবন তাসের ঘরের মত ভেঙে পড়ে। এই হামলায় ছয়জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। পাশাপাশি ধ্বংস হয়ে গিয়েছে একাধিক বহুতল।  ধ্বংসাবশেষ থেকে আহতদের উদ্ধারের কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান।

'সিংহের তেজ' কংগ্রেসের! 'আহত বাঘ' হয়েও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি

হিজবুল্লাহর সদর দফতর টার্গেট  

ইজরায়েল এই বিমান হামলা চালানোর আগে লেবাননের জনগণকে একাধিক ভবন খালি করার নির্দেশ দিয়েছে ইজরায়েল সেনা। ইসরায়েল দাবি করেছে যে এই ভবনগুলি হিজবুল্লাহ জঙ্গি রা দখল করে রেখেছে। শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। এই হামলায় একাধিক বহুতল ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। সূত্র মারফত খবরে জানা গিয়েছে  হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তবে ইজরায়েলি সেনা এবিষয়ে   কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

মহালয়ায় মহামিছিল জুনিয়র ডাক্তারদের, আরজি কর আন্দোলন এবার আরও জোরদার

নাসরাল্লাহ ঘটনাস্থলে ছিলেন কি না তা এখনও স্পষ্ট নয়। হিজবুল্লাহও এখনো এনিয়ে কোনো মন্তব্য করেনি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র সফর মাঝপথে ছেড়ে দেশে ফিরে আসেন। এর থেকেই হামলার গুরুত্ব স্পষ্ট।  রাষ্ট্রসংঘের উদ্দেশে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইজরায়েলের  অভিযান অব্যাহত থাকবে। নেতানিয়াহু রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করার সময় বিস্ফোরণের খবর আসে। ইজরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, বিমান হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর সদর দফতর। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, ইজরায়েলি বিমান হামলায় লেবাননে ৭২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে কয়েক ডজন নারী ও শিশু রয়েছে।

Hamas Israel Israel-Iran War
Advertisment